রাইজ ইন রেড
লাল কাপড়ে ঢেকে দেয়া হলো ঢাকা পলিটেকনিকের নামফলক
পূর্বঘোষিত ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের নামফলক লাল কাপড়ে ঢেকে দিয়ে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
শনিবার (১৯ এপ্রিল) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই কর্মসূচী পালন করা হয়েছে। শিক্ষার্থীরা এই কর্মসূচীর নাম দিয়েছেন ‘রাইজ ইন রেড’।
মানববন্ধনের সময় ‘মামা থেকে মাস্টার, মামাবাড়ির আবদার’, ‘ডুয়েট যদি একটা হয়, ডিপ্লোমারা যাবে কই?’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘কারিগরিতে নন টেক, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগানে মুখরিত ছিল ঢাকা পলিটেকনিক।
এর আগে শুক্রবার (১৮ এপ্রিল) দাবি আদায়ে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
মূলত গত চার দিন ধরে ছয় দফা দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা।
গত বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা, মোহাম্মদপুর, মিরপুরসহ বেশ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
এরপর বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন শিক্ষার্থীরা। তবে বৈঠকে আশানুরূপ ফলাফল না পেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা এবং রাতে দেশের বিভিন্ন স্থানে মশাল মিছিল করেন।
২৩০ দিন আগে