পারভেজ হত্যা
পারভেজ হত্যার প্রতিবাদে জাবি ছাত্রদলের মানববন্ধন
বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের ছুরিকাঘাতে নিহত হওয়ার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের পশ্চিম পার্শ্বের রাস্তায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জাবি শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা পারভেজ হত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।
বক্তারা বলেন, ৫ আগষ্ট পরবর্তী নতুন বাংলাদেশে এখনো স্বৈরাচারের দোসররা তাদের এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছে। আমরা তাদের হুশিয়ার করে বলতে চাই, এরপর যদি দেশের কোথাও তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালায়, তাহলে জাতীয়তাবাদী ছাত্রদল তার দাঁতভাঙ্গা জবাব দেবে।
আরও পড়ুন: প্রতীকী হালখাতা ও আনন্দ শোভাযাত্রায় জাবিতে বর্ষবরণ
এসময় জাবি শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন বাবর বলেন, আমরা দেখেছি স্বৈরাচারী আওয়ামী যুগে প্রকাশ্য দিবালোকে বিশ্বজিতকে হত্যা করা হয়েছিল। ঠিক একই কায়দায় ছাত্রদল নেতা পারভেজকেও হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, পারভেজ হত্যার সাথে জড়িত ছিল ছাত্রলীগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্তত বিশ জন নেতাকর্মী। কিন্তু গ্রেফতার করা হয়েছে মাত্র তিনজনকে। আগামী ২৪ ঘন্টার মধ্যেই সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, অন্যথায় জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
২২৮ দিন আগে
পারভেজ হত্যার ঘটনায় জবি ছাত্রদলের মশাল মিছিল
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় মশাল মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের একাংশ। শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে মশাল মিছিলটি হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ভবন থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে বাহাদুর শাহ উদ্যানে প্রদক্ষিণ করে ক্যাম্পাসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় তারা ‘বৈষম্যের খুনিরা, হুঁশিয়ার সাবধান,’ ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই,’ ‘তুমি কে, আমি কে, পারভেজ পারভেজসহ’ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে সুমন সরদার বলেন, আমাদের ভাই পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজে স্পষ্ট এর প্রমাণ রয়েছে। সেখানে থাকা চারজন বৈষম্য বিরোধীর ব্যানারে রাজনীতি করেন।
তিনি আরও বলেন, আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করতে হবে। শাস্তি প্রদানের মাধ্যমে বিচার সুনিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: শিক্ষকে হত্যার হুমকির প্রতিবাদে জবিতে বিক্ষোভ, আল্টিমেটাম
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি যদি এর বিচার করতে না পারেন, আপনাকে পদত্যাগ করতে হবে। আমরা হাসিনাকে হটিয়েছি। আপনি পদক্ষেপ নিতে না পারলে আপনাকেও চেয়ার থেকে নেমে যেতে হবে।’
এ সময় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২২৮ দিন আগে