নিরাপদ সড়ক
নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ
গাজীপুরে কলেজছাত্র সিয়াম হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১০ মে) সকাল সাড়ে ১০টা থেকে জেলার মাস্টারবাড়ি এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, তাকওয়াও চ্যাম্পিয়ন পরিবহনে ভাড়া নিয়ে বাগবিতণ্ডার মাঝে কলেজছাত্র সিয়ামকে চলন্ত গাড়ি থেকে ফেলে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের বিচার দাবিতেই মহাসড়ক অবরোধ করেছেন তারা।
আরও পড়ুন: আ.লীগ নিষিদ্ধের দাবি: জাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
পরে প্রশাসনের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর মহাড়ক থেকে থেকে সরে যান শিক্ষার্থীরা। এ সময় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
২০৯ দিন আগে