লাহোরের বাতাস
লাহোরের বাতাসের মানে লক্ষনীয় উন্নতি, ঢাকাতেও কমেছে দূষণ
দুদিন আগে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে থাকলেও আজ পাকিস্তানের লাহোরের বাতাসে মানে লক্ষনীয় উন্নতি দেখা গেছে। শহরটির প্রায় ‘ভালো’ হয়ে ওঠার খুব কাছাকাছি চলে এসেছে।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে লাহোরের বাতাসের একিউআই স্কোর ছিল ৫১। এই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে হলে বাতাসের মান ‘ভালো’ বলে গণ্য করা হয়।
অথচ শুক্রবার (৫ সেপ্টেম্বর) ১৭৯ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে ছিল লাহোর। এর আগে অবশ্য গত কয়েকদিন ধরেই লাহোরের বাতাসের মানে পর্যায়ক্রমিক উন্নতি লক্ষ করা যাচ্ছিল। প্রায়ই ‘মাঝারি’ পর্যায়ে ছিল শহরটির বাতাস।
এদিকে, সপ্তাহের প্রথম কর্মদিবসে গত কয়েকদিনের মতো আজও ঢাকার বাতাস ‘মাঝারি’ পর্যায়েই রয়েছে। তবে আজ সকালে হালকা বৃষ্টির প্রভাবে দূষণের মাত্রা কিছুটা কম। সকাল সাড়ে ৯টার দিকে শহরটির একিউআই স্কোর ছিল ৭৩। এই স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার ২৫তম স্থানে রয়েছে ঢাকা।
আরও পড়ুন: বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকার বাতাস ‘মাঝারি’
সাধারণত বর্ষাকালে ঢাকার বাতাসের মানে তুলনামূলক উন্নতি দেখা যায়। যদিও অনেক সময় টানা বৃষ্টি সত্ত্বেও অবনতি দেখা যায়। ব্যতিক্রম থাকলেও বৃষ্টি হলে দূষণ কিছুটা কমে এবং আজও তার ব্যত্যয় ঘটেনি।
একই সময়ে আজ তালিকার শীর্ষে রয়েছে সৌদি আরবের রিয়াদ। শহরটির একিউআই স্কোর ১৬৪। অন্যদিকে, ১৫৪ ও ১৩৮ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
৮৯ দিন আগে
বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকার বাতাস ‘মাঝারি’
গত কয়েকদিন ধরে পাকিস্তানের লাহোরের বাতাসে উন্নতি লক্ষ করা গেছে, এমনকি শহরটির বাতাস কখনো কখনো স্বাস্থ্যকরও হয়ে উঠেছে। তবে আজকের চিত্র পুরোপুরি উল্টো। শুধু অবনতি ঘটেছে তা নয়, বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার একেবারে শীর্ষে উঠে এসেছে লাহোর।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ১৭৯। আইকিইএয়ারের মতে, এই মানের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
গতকাল একই সময়ে লাহোরের একিউআই স্কোর ছিল ৮৯। এক দিনের ব্যবধানে শহরটিতে লক্ষণীয়ভাবে দূষণের মাত্রা বেড়েছে। গতকাল ‘মাঝারি’ থাকলেও লাহোরের বাসিন্দাদের আজ ‘অস্বাস্থ্যকর’ বাতাসে নিশ্বাস নিতে হচ্ছে।
এদিকে, সাপ্তাহিক ছুটির দিন হলেও গতকালের তুলনায় আজ ঢাকার বাতাসের মানে তেমন পরিবর্তন লক্ষ করা যায়নি।
গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৮২। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার ষোড়শ স্থানে অবস্থান করছিল ঢাকা। আজ একই সময়ে ৮৬ স্কোর নিয়ে তালিকার ২৩তম স্থানে রয়েছে ঢাকা। গতকালের তুলনায় দূষণের মাত্রা সামান্য বেড়েছে, তবে আজও ‘মাঝারি’ পর্যায়েই রয়েছে।
আরও পড়ুন: ঢাকার বাতাস আজও ‘মাঝারি’
একই সময়ে আজ বিশে্বর শীর্ষ দূষিত শহরের তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা ও যুক্তরাষ্ট্রের ডেনভার। শহর দুটির একিউআই স্কোর ১৭০ ও ১৫৩।
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
৯১ দিন আগে
লাহোরের বাতাস আজ ‘ভালো’, ঢাকায় বেড়েছে দূষণ
প্রায়ই বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে থাকা পাকিস্তানের লাহোর আজ রীতিমত চমক দেখিয়েছে। শহরটির বাতাসের দূষণ কমে বাসিন্দাদের জন্য পুরোপুরি স্বাস্থ্যকর হয়ে উঠেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে একিউআই স্কোর মাত্র ২৮ নিয়ে দূষিত শহরের তালিকার একদম নিচের দিকে চলে গেছে লাহোর। বায়ুমান সূচক অনুযায়ী, ‘ভালো’ বাতাস নিয়ে ৯৭তম স্থানে নেমে এসেছে শহরটি। পাকিস্তানের আরেক শহরের করাচির বাতাসের মানও আজ ‘মাঝারি’।
এদিকে, টানা কয়েকদিন ‘মাঝারি’ পর্যায়ে থাকলেও আজ ঢাকার বাতাস হয়ে উঠেছে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। গত কয়েকদিন ধরে বৃষ্টির প্রবণতা বাড়ায় ঢাকার বাতাসের দূষণের মাত্রা বাড়তে দেখা গেছে। এরই ধারাবাহিকতায় আজ ঢাকার বাতাসের মানের আরও অবনতি ঘটেছে।
একিউআই স্কোর ১১৬ নিয়ে দূষিত শহরের তালিকার ৮ম স্থানে উঠে এসেছে ঢাকা। গতকাল একই সময়ে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৮৮। এই স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকার নবম স্থানে ছিল ঢাকা। সে তুলনায় আজ অনেকটা অবনতি ঘটেছে শহরটির বাতাসের মানে।
একই সময়ে আজ তালিকার শীর্ষে অবস্থান করছে উজবেকিস্তানের তাসখন্দ, একিউআই স্কোর ১৭৫। আইকিউএয়ারের মতে, শহরটির জনগণের মধ্যে গাড়ির অতিরিক্ত ব্যবহার দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিচ্ছে। এসব যানবাহনের অনেকগুলোই পুরোনো, এমনকি কিছু সোভিয়েত আমলেরও রয়েছে। এসব প্রাচীন ইঞ্জিনে চলে এবং আধুনিক, পরিচ্ছন্ন যানবাহনের তুলনায় অনেক বেশি তেলীয় বাষ্প, ধূলিকণা ও ক্ষতিকর রাসায়নিক ধোঁয়া বাতাসে নির্গত করে। তাসখন্দে দূষণের অন্যান্য কারণ হলো কারখানা, বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য শিল্পাঞ্চল থেকে নির্গত ধোঁয়া।
অন্যদিকে, ১৫৯ ও ১৫২ স্কোর নিয়ে আজ তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কাতারের দোহা ও ভিয়েতনামের হ্যানয়।
আরও পড়ুন: বায়ুদূষণে শীর্ষ পাঁচ শহরের চারটিই মধ্যপ্রাচ্যের, ঢাকার বাতাস আজও ‘মাঝারি’
কণা দূষণের এই সূচক ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকলে তা ‘মাঝারি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
৯৫ দিন আগে
লাহোরের বাতাসের মান আজ ভালো, ঢাকার কী অবস্থা?
বাংলাদেশের ঢাকার সঙ্গে দক্ষিণ এশিয়ার আর যে দুটি শহর সাধারণত দূষিত বাতাসের শহরের তালিকার অগ্রভাগে থাকে তা হলো ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর।
তবে আজকের তালিকায় লাহোরের অবস্থান খুবই চমকপ্রদ। লাহোর বাতাসের মান হয়ে উঠেছে ‘ভালো’। মাত্র ৩৯ স্কোর নিয়ে তালিকার ৮৬তম স্থানে নেমে এসেছে শহরটি, যেখানে গত কয়েকদিন ধরে শহরটি ছিল এই তালিকার শীর্ষ পাঁচে। তবে দিল্লির কিন্তু এত উন্নতি দেখা যায়নি। ১২১ স্কোর নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে শহরটি।
অন্যদিকে, ‘মাঝারি’ মান নিয়ে ঢাকা রয়েছে দূষিত বাতাসের শহরের তালিকার ২৩তম স্থানে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ৭৮। বায়ুমান সূচক অনুযায়ী এটি ‘মাঝারি’ হিসেবে বিবেচিত।
একই সময়ে ১৬৩ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহর মিসরের কায়রো। এই সময় ১৫০, ১৫৩ ও ১৫১ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দূষিত শহর ছিল যথাক্রমে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, উগান্ডার কাম্পালা ও কঙ্গোর কিনশাসা।
আরও পড়ুন: আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার বাতাস আজও ‘মাঝারি’
সাধারণত বায়ুদূষণের সূচক (এইকিআই) শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ শ্রেণিবদ্ধ করা হয়। তারপর থেকে ১০০ পর্যন্ত একিউআই স্কোর ‘মাঝারি’।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।
ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। শীতকালে এখানকার বায়ুমান সাধারণত সবচেয়ে খারাপ থাকে, আর বর্ষাকালে তুলনামূলকভাবে উন্নত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণ হলো স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ।
১৫০ দিন আগে