কুপিয়ে জখম
নেত্রকোণায় ফুটবল মাঠে শিক্ষার্থীকে সংঘবদ্ধ হামলা, কুপিয়ে জখম
নেত্রকোণায় ফুটবল খেলা দেখতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন এক স্কুলশিক্ষার্থী। কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে তাকে। ঘটনাটি ঘটেছে কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পাচপীর কান্দাপাড়া গ্রামে।
আহত আরমান (১৫) কেন্দুয়ার সায়মা শাহজাহান একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র এবং স্থানীয় বাসিন্দা আব্দুল হকের ছেলে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) কেন্দুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এরআগে গত শুক্রবার(১ আগস্ট) বিকাল আনুমানিক ৫টার দিকে পাচপীর কান্দার ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী আরমান বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
অভিযোগ সূত্রে জানা যায়, কিছুদিন আগে একটি খুনের মামলায় জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরেন আরমানের বাবা আব্দুল হক। সেই মামলাকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে বাদীর পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন বিকালে আব্দুল হক, তার দুই ছেলে আরমান ও কবীর ফুটবল খেলা দেখতে যান। খেলায় কবীর অংশ নিলেও আরমান দর্শক সারিতে বসে খেলা দেখছিল।
অভিযোগে বলা হয়, গত শুক্রবার বিকাল ৫টার দিকে সানোয়ার হোসেন, আবুল মিয়া, রুমান, খোকা মিয়া, রইছ উদ্দিন ও রবিন মিয়াসহ আরও কয়েকজন সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে মাঠে হাজির হন। তারা প্রথমে আব্দুল হককে ঘেরাও করে হামলার চেষ্টা করে। তিনি দৌড়ে পালিয়ে বাড়িতে আশ্রয় নেন। পরে তার দুই ছেলেকে লক্ষ্য করে মাঠে ঢুকে পড়ে হামলাকারীরা।
আরও পড়ুন: খুলনায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা
সাক্ষীদের ভাষ্যমতে, হামলাকারীরা প্রথমে কবীরকে ঘিরে ধরলেও সে পালিয়ে যায়। পরে তারা আরমানকে ঘিরে ধরে। এসময় রইছ উদ্দিন ‘হক্যার পোলারে খুন কর’ বলে হুকুম দিলে সানোয়ার রামদা দিয়ে আরমানের মাথায় কোপ মারতে যায়। আরমান সামান্য কাত হয়ে পড়ায় কোপ তার ডান পায়ের হাঁটুর নিচে পড়ে এবং হাড়ভাঙা জখম হয়। এরপর রুমান বাম পায়ে কোপ দেন এবং খোকা মিয়া ও রবিন লোহার রড দিয়ে পিটিয়ে দুই পায়ের হাঁটুর নিচে হাড়চূর্ণ করে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। আত্মরক্ষায় হাত তুললে আরমানের আঙুলেও মারাত্মক জখম হয়।
স্থানীয়রা ও স্বজনরা রক্তাক্ত অবস্থায় আরমানকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং ইতোমধ্যে তার শরীরে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
১২১ দিন আগে
সিলেটে যুবলীগ কর্মীর ওপর হামলা, কুপিয়ে জখম
সিলেটের গোলাপগঞ্জে মেহেদী হোসাইন ওরফে আরিফ (৩৯) নামের এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১১টায় হেতিমগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মেহেদী হোসাইন উপজেলার মোশাহিদহাটি গ্রামের বাসিন্দা। তিনি যুবলীগের একজন কর্মী হিসেবে পরিচিত বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আরও জানান, ছাত্র-জনতার আন্দোলনে হামলা-নাশকতার অভিযোগে গ্রেপ্তার হন মেহেদী। প্রায় দেড় মাস আগে তিনি জামিনে মুক্তি পান।
মেহেদীর পারিবারের সদ.স্যরা জানান, হেতিমগঞ্জ বাজারে একটি দোকানের সামনে গিয়ে চারটি মোটরসাইকেল করে সাতজন দুর্বৃত্ত মেহেদীর ওপর হামলা চালায়। এ সময় ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে। তারা একপর্যায়ে মেহেদীকে মৃত ভেবে ফেলে চলে যায়।
মেহেদী একসময় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানান তার এক আত্মীয়। তিনি বলেন, ‘মেহেদীকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শঙ্কামুক্ত নন। তার হাত ও শরীরে প্রচুর ধারালো আঘাতের চিহ্ন আছে।’
আরও পড়ুন: মেলার আয়োজন নিয়ে কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১
তিনি আরও বলেন, ‘কয়েক দিন আগে মেহেদীর কাছে কিছু ব্যক্তি মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দাবিকারীরাসহ গ্রামের পূর্ববিরোধে সম্পৃক্ত কিছু ব্যক্তি এই হামলা ঘটিয়েছে। জড়িতদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
রাজনৈতিক কারণে এ হামলা ঘটেছে—এমন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা।
তিনি বলেন, ‘মূলত ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এ হামলা। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
১৯৭ দিন আগে
শৈলকুপায় চাঁদা না দেওয়ায় কুপিয়ে জখম
ঝিনাইদহের শৈলকুপায় চাঁদা না দেওয়ায় আলম শেখ (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গত রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় আলম শেখকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কাঁচেরকোল ইউনিয়নের মির্জাপুর গ্রামের লুৎফর শেষের ছেলে।
স্থানীয়রা জানায়, পার কাচেরকোল গ্রামের হাজী শওকত (শহীদ) এর গরু ফার্মে কাজ করতেন আলম শেখ। সম্প্রতি ফার্মের মালিককে স্থানীয় কিছু সন্ত্রাসীরা মোটা অংকের চাঁদা ধরে। চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে গরু ফার্মের ম্যানেজার আলম শেখের উপর দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে হামলা করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত আলম শেখ জানান, দীর্ঘদিন ধরে গরু ফার্মের মালিক শহীদকে কিছু চাঁদাবাজ চাঁদার দাবিতে হুমকি-ধামকি দিয়ে আসছিল। ফার্মের মালিক দেশের বাইরে থাকায় চাঁদা না পেয়ে তারা ফার্মে উৎপাত চালিয়ে আসছিল। রবিবার সন্ধ্যায় বাড়ি ফেরার উদ্দেশে ফার্ম থেকে বের হন তিনি। এসময় পেছন থেকে এসে কাঁচেরকোল গ্রামের লতিফ খার ছেলে ইসমাইল, তুজাম মোল্লার ছেলে শাহিদ, নারজু শেখের ছেলে হৃদয়সহ বেশ কয়েকজন তার উপর দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে হামলা করে।
আরও পড়ুন: নরসিংদীতে কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা
হামলাকারী চাঁদাবাজরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার ও শালিস ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানান।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২৩৪ দিন আগে
চুয়াডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম
তরমুজ বিক্রিকে ঘিরে পুরনো বিরোধের জেরে চুয়াডাঙ্গা শহরে এক যুবকের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (১২ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে শহরের টাউন ফুটবল মাঠের সামনে নিপুন সাহা (২৪) নামের ওই যুবককে কুপিয়ে গুরুতর জখম করে একদল দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত নিপুন সাহা চুয়াডাঙ্গা শহরের বড় বাজারপাড়ার স্থায়ী বাসিন্দা কৃষ্ণ সাহার ছেলে। তিনি তার পরিবারসহ টাউন ফুটবল মাঠের কাছে একটি ভাড়া বাসায় বসবাস করেন।
এদিকে, একটি তরমুজ বিক্রিকে কেন্দ্র করে ধারাবাহিক হামলায় এযাবৎ তিনজন আহত হওয়ায় চুয়াডাঙ্গা জেলা শহরে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। তরমুজ বিক্রি কেন্দ্রিক ঘটনা এখন রাজনৈতিক মোড় নিচ্ছে।
আরও পড়ুন: ঝিনাইদহে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করল প্রতিপক্ষ
নিপুনের মা কাজল রানী সাহা জানান, রাতে বাসার পাশে রাস্তার বের হলে ২০ থেকে ২৫ জন বিভিন্ন বয়সী যুবককে বড় বড় দা হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি চিৎকার করলে নিপুন ঘর থেকে বের হলে তারা তাকে ধাওয়া করে পৌরসভা মোড়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় নিপুনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম জানান, তার মাথা, পিঠ ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় নিপুন অভিযোগ করেন, শহরের ছাগল ফার্মপাড়ার আবু হোসেনের ছেলে মামুন হোসেন (২৬), জেবু ও রানা নামের ব্যক্তিসহ অন্তত ২০ থেকে ২৫ জন তার ওপর হামলা চালিয়েছে। নিপুন সাহা আগে সিলেটে থাকতেন। এখন চুয়াডাঙ্গায় থাকেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘তরমুজ বিক্রিকে কেন্দ্র করে শুক্রবার রাতে যে বিরোধের ঘটনা ঘটে, তার জের ধরেই এই হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বড় বাজারে একটি তরমুজ সাদা হওয়ায় তা ফেরত দিতে গিয়ে বিক্রেতা ও ক্রেতা পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনায় বিক্রেতা পক্ষের রুবেল ইসলাম রুবু ও আমিরুল ইসলাম আহত হন। নিপুন সাহা ওই ঘটনায় বিক্রেতা পক্ষের পক্ষে থাকায় শনিবার রাতে তাকে একা পেয়ে কুপিয়ে জখম করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।
২৩৬ দিন আগে
কিশোরীকে ‘ধর্ষণের পর হত্যা, নানা-নানীকে কুপিয়ে জখম
চট্টগ্রামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ উঠেছে নাজিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (৯ এপ্রিল) চন্দনাইশ উপজেলার নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনা দেখে ফেলায় নানা ও নানীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় নাজিম। নাজিম ভুক্তভোগী কিশোরীর মায়ের চাচাত ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিশোরী ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার রাতে একই বাড়ি বেড়াতে আসেন তার মামা নাজিম। এর পর আনুমানিক দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কিশোরীকে মুখে কাপড় গুজে নাজিম ধর্ষণের পর হত্যা করেন।’
বিষয়টি আরজুর নানা আব্দুল হাকিম ও নানী ফরিদা আক্তার দেখে ফেললে তাদেরকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নাজিম পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
আহতদের চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘পুলিশের টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। তারা থানায় ফিরলে বিস্তারিত বলতে পারব। আসামিকে ধরতে অভিযান শুরু করেছি।’
২৩৯ দিন আগে
দোহারে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম, ঢামেকে ভর্তি
ঢাকার দোহারে ফারুক আহমেদ নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার (৫ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে জয়পাড়ায় উপজেলা প্রেসক্লাবের সামনে এই হামালার ঘটনা ঘটে।
পুলিশ জানান, শনিবার আনুমানিক সোয়া ১০টার দিকে ফারুক আহমেদ উপজেলা পরিষদ মার্কেটের সামনে থেকে রিকশায় করে দক্ষিণ জয়পাড়া পশু হাসপাতালের সামনে যাওয়ার পথে হামলার শিকার হন।
আহতের স্বজনরা জানান, অতর্কিতভাবে তিনজন যুবক ধাড়ালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুড়িকাঘাত করে সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় ফারুককে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. শিউলি আক্তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আহত ফারুক আহমেদ দোহার পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের আলী হোসেনের ছেলে ও দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছেরের ভাতিজি জামাই।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মো. নূর নবী বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে একটি ছুড়ি উদ্ধার করেছি এবং এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২৪৩ দিন আগে
খাগড়াছড়িতে মা-বাবাকে কুপিয়ে জখম, ছেলে আটক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আবুল কালাম নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পরপরই ছেলেকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁদপুরে ভাগ্নিকে পৈশাচিক ‘নির্যাতন’, মামা-মামি আটক
স্থানীয়রা জানায়, কালাম নেশাগ্রস্ত হয়ে বাড়িতে এসে রাতে ঘরে ঢুকে দা দিয়ে তার মা ও বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে আবুল কালামকে আটক করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তফিকুল ইসলাম তৌফিক বলেন, ‘আটক আবুল কালাম থানা হেফাজতে রয়েছে। মূলত নেশা করতে বাধা দেওয়ার কারণেই মা-বাবার সঙ্গে দ্বন্দ্ব। আহত দুই জনকে প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।’
২৭২ দিন আগে
নবাবগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখম
নবাবগঞ্জে নাজমুল হোসেন অন্তর নামে এক সাংবাদিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাহুৎহাটি সেতুতে এ ঘটনা ঘটে।
নাজমুল হোসেন অন্তর নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর গ্রামের বাসিন্দা। তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নবাবগঞ্জ প্রতিনিধি ও দৈনিক আমাদের সময় পত্রিকার দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি।
আহত নাজমুল জানান, দোহার থেকে নিজের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে মুখোশধারী দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে তার ওপর হামলা চালায়। এ সময় মোটরসাইকেল ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরোগবিন্দ সরকার বলেন, নাজমুলের ডান হাত ও পায়ে ধারালো অস্ত্রের গুরুতর জখম হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা তার উন্নত চিকিসার জন্য রাতেই তাকে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে পাঠিয়েছি। আজ (রবিবার) দুপুর দেড়টায় তার হাতে ও পায়ে অস্ত্রোপচার করা হয়েছে বলে জেনেছি।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে মাইক্রোবাসচাপায় নারী নিহত, চালক আটক
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের সহায়তায় একই ইউনিয়নের দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইছামতি নদীর পাড় থেকে নাজমুলের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে তার মোবাইলটি এখনও পাওয়া যায়নি। তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
এ ব্যাপারে রবিবার দুপুরে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নবাবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি মমিনুল।
৩১২ দিন আগে
গরু চুরি করে নিতে না পারায় গরুকে কুপিয়ে জখম, হাতবোমা বিস্ফোরণ
মেহেরপুরে গরু চুরি করে নিতে না পারায় ধারালো অস্ত্র দিয়ে গরুটিকে কুপিয়ে জখম করে পথের ধারে ফেলে রেখে গেছে চোরের দল।
যাওয়ার সময় পাশেই দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে তারা।
আরও পড়ুন: নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে পিটিয়ে জখম করেছে দৃর্বৃত্তরা
সোমবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া-নওপাড়া সড়কের ধলার মাঠে ঘটনাটি ঘটে।
স্থানীয় কাথুলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আজমাইন হোসেন টুটুল বলেন, সোমবার ভোরে আনুমানিক সাড়ে ৪টার দিকে বিকট শব্দ শুনে লোকজন মাঠের দিকে গিয়ে দেথে বড় সাইজের ক্ষত-বিক্ষত একটি গরু রাস্তার পাশে পড়ে আছে।
পরে গরুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গ্রামের লোকজন লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে এনে প্রাথমিক চিকিৎসা দেয়।
আরও পড়ুন: সাভারে পূর্ব শক্রতার জেরে ৪ জনকে পিটিয়ে জখম
৬০৫ দিন আগে
নড়াইলের ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ৪ দিন পর মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হুমায়ুন ঠাকুর নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার চার দিন পর তার মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মার্চ) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যবসায়ী মারা যান।
আরও পড়ুন: মানিকগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
নিহত হুমায়ুন ঠাকুর উপজেলার পৌরসভার কচুবাড়িয়া গ্রামের মৃত মো. নিরু মিয়া ঠাকুরের ছেলে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, গত মঙ্গলবার (৫ মার্চ) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা।
এ ঘটনার পরের দিন থানায় একটি মারামারি মামলা হয়। দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। এই ঘটনায় হায়াতুর শেখ ও হামীম শেখ নামে দুইজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুন: লালমনিরহাটে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ
নাটোরে গাছের ডাল মাথায় পড়ে শিশুর মৃত্যু
৬৩৫ দিন আগে