বিএনপি-ছাত্রদল নেতা
কালিয়া পৌর বিএনপি-ছাত্রদল নেতাসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
নড়াইলে কালিয়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদল আহবায়কসহ সাত জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মালামাল লুট মামলায় কালিয়া থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) এই মামলা হয়।
এতে আসামি করা হয়েছে কালিয়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ (৪৫), পৌর ছাত্রদলের আহ্বায়ক মেকাইল ওরফে ধলু শেখ (৩৯), মো. ইনামুল শেখ ওরফে কালু (৪০), গোলাম রসুল মান্দার শেখ (৬২), মো. মিরাজ শেখ (৩৩), মো. ইমরান শেখ (৩৪), মো. সাদ্দাম শেখ (৩২), এ মামলাটি দায়ের করেন রহিমা খানম নামের এক ব্যক্তি।
মামলার সূত্রে জানা যায় নাম কি বাদীর স্বামী কালিয়া পৌরসভার কালিয়া মোড়ে রড সিমেন্টের ব্যবসা শুরু করেন। বাদীর স্বামী বিদেশে যাওয়ার পর গত গত বছরের ১০ আগস্ট আসামিরা দোকানে এসে বাদীর দেবরের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় আসামিরা চলতি বছরের ২ মার্চ পুনরায় দোকানে এসে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় বাদীর দেবরকে কিল ঘুষি মারতে থাকে এবং দোকান থেকে রড, সিমেন্ট ও নগদ টাকা সহ ১২ লাখ ২৪ হাজার টাকা মালামাল লুট করে নিয়ে যায়।
আরও পড়ুন: ফ্লাইট এক্সপার্ট কেলেঙ্কারি: এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩
এ বিষয়ে কালিয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও এ মামলার আসামি সেলিম রেজা ইউসুফ মুঠোফোনে জানান এ মামলাটি মিথ্যা ও বানোয়াট। এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন।
১২১ দিন আগে