বর্বর হামলা
নুরের উপর এমন বর্বর হামলার ঘটনা আ. লীগ আমলেও ঘটেনি: উপদেষ্টা আসিফ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর এমন বর্বর হামলার ঘটনা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি, যা এই সরকারের আমলে ঘটেছে। এই দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।
রবিবার (৩১ আগষ্ট) দুপুরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।তিনি বলেন, এই হামলা কোনো সাধারণ কর্মীর উপরে ঘটনা ঘটেনি, এটি একটি দলের প্রধানের উপর হামলার ঘটনা ঘটেছে।
উপদেষ্টা বলেন, গণধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের ওপর যে বর্বর হামলার ঘটনা ঘটেছে, আওয়ামী লীগ সরকারের আমলেও এই ঘটনা ঘটতে দেখিনি। যেটি দুঃখজনকভাবে এই সরকারের আমলে ঘটেছে।
পড়ুন: নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি
তিনি আরও বলেন, হামলার ঘটনা যেহেতু অন্তর্বর্তী সরকারের আমলে ঘটেছে, তাই এই হামলার ঘটনা যেই ঘটাক না কেন, তার দায়-দায়িত্ব সরকার দায়িত্ব এড়াতে পারে না। দায় এই সরকারের উপরি বর্তায়। তাই এই সরকারকে এটা সমাধান করতে হবে এবং বিচার করার মাধ্যমে ভবিষ্যতে যেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে না পারে—এই সরকারকে সেটি নিশ্চিত করতে হবে।
উপদেষ্টা আরও বলেন, গণধিকার পরিষদের পক্ষ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগের প্রশ্নে তিনি বলেন, সরকার একটি শক্তিশালী তদন্ত কমিটি করার বিষয়ে ভাবছে।
মব নিয়ে তিনি বলেন, কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি এটার পার্থক্যটা আগে বুঝতে হবে। রাজনৈতিক দল কিভাবে মব করে। আমি যতটুকু জানি প্রথমত হামলা করেছে জাতীয় পার্টির পক্ষ থেকে। এর আগেও দেখেছি আমরা রাজনৈতিক দলগুলার মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হতেই পারে। মব বলে একটি পক্ষকে নিউট্রালাইজ করা আরেকটি পক্ষকে ফ্যাসিলিটি দেওয়া এটাই স্পষ্টই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা করছে।
উপদেষ্টা আরও বলেন, নুরু ভাই জুলাই আন্দোলনের একজন জাতীয় সম্মুখ সারির নেতা ছিলেন। তার ওপর এই ধরনের ন্যাক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না। আমি তাকে দেখে এসেছি। তার নাকে মুখে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সরকারের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করেছি এবং যদি তার উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, সরকারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানান তিনি।
৯৬ দিন আগে