কুমিল্লা-সিলেট মহাসড়ক
কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার সদরের উজানিসা এলাকায় প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং পুলিশসহ চার জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি যাত্রী বিল্লাল হোসেন কসবা উপজেলার খাড়েরা মধ্যপাড়া গ্রামের মৃত আবদু মিয়ার ছেলে।
আহতরা হলেন-একই পরিবারের সিএনজি যাত্রী শাকিল আহমেদ (২৭), তার মা শিরিন আক্তার (৫০), স্ত্রী মিতু আক্তার (২৫) এবং আখাউড়ার ছতুরা শরীফ গ্রামের ফজলু ভূঁইয়ার ছেলে পুলিশ সদস্য হাসিবুল হাসান (২৫)।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথে বাসের ধাক্কায় যুবক নিহত
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, শনিবার সকালে কসবার খাড়েরা এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশাটি ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিল। পথে অটোরিকশাটি ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার এলাকায় পৌঁছানোর পর একটি প্রাইভেটকার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বগুড়ায় প্রাইভেট কার-পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ৪
ওসি জানান, এই ঘটনায় তদন্ত চলছে। অভিযোগ স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
১২৩৮ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের নিহত ৪
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় শুক্রবার দুপুরে ট্রাক-সিএনজি-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।
১৮৫৫ দিন আগে
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দুরবস্থা, বেড়েছে দুর্ঘটনা-ভোগান্তি
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে চলাচলকারীদের ভোগান্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। বিগত কয়েক বছর ধরে এ মহাসড়কটিতে ভোগান্তি মানুষের নিত্য দিনের সঙ্গী হয়ে উঠেছে।
১৮৮৭ দিন আগে
কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রতিদিন ১৮ কিলোমিটার যানজট!
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা অংশের কোম্পানীগঞ্জ, চরবাকর, কংশনগর বাজার ও দেবপুর এলাকা পর্যন্ত প্রতিদিনই প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
২১০০ দিন আগে