যুবক আটক
ঠাকুরগাঁওয়ে সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, যুবক আটক
ঠাকুরগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সেনা কর্মকর্তা সেজে একাধিক বিয়েসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে নয়ন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টার দিকে তাকে আটক করে ঠাকুরগাঁও শহরের অস্থায়ী সেনা ক্যাম্পে নিয়ে যান স্থানীয়রা। পরে তাকে থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
নয়ন সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, নয়ন নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারণামূলক কাজে লিপ্ত ছিল। এ পরিচয়ে তিনি একাধিক বিয়েও করেছেন। এ ছাড়াও এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। নিজেকে এলাকায় সেনা কর্মকর্তা পরিচয়ের মাধ্যমে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন তিনি।
মঙ্গলবার রাতে এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে তাকে আটক করে সেনা ক্যাম্পে নিয়ে যান এলাকাবাসী। পরে সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে নয়ন তার অপরাধ স্বীকার করলে রাত সাড়ে ১১টার দিকে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: বিদেশ পাঠানোর নামে প্রতারণা মামলা: বিএসবি গ্লোবালের বাশার রিমান্ডে
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার আলম খান বলেন, নয়ন নামে এক যুবক সেনাবাহিনীর ভুয়া কর্মকর্তা পরিচয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম করছিলেন বলে স্থানীয়রা তাকে আটক করে সেনা ক্যাম্পে নিয়ে আসেন।
তিনি বলেন, পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় তিনি সেনাবাহিনীর অফিসার পরিচয়ে একাধিক বিয়ে এবং মাদকসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। পরে সেনাবাহিনী তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
১৩৫ দিন আগে
পিকনিকের লঞ্চে দুই নারীকে প্রহার, সেই যুবক আটক
মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পিকনিক পার্টির দুই নারীকে প্রকাশ্যে প্রহারের ঘটনায় ভাইরাল হওয়া যুবক নেহাল আহমেদ জিহাদকে আটক করা হয়েছে। নেহাল যোগনি ঘাটের মনির হোসেনের পুত্র।
শনিবার (১০ মে) দুপুরে সদর থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
এ সময় পুলিশ সদস্যরা জানান, নেহাল আহমেদ জিহাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। ভুক্তভোগীরা অভিযোগ করবে বলে জানিয়েছে।
তারা জানান, ‘খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে লঞ্চটিকে পাহারা দিয়ে এগিয়ে দিয়ে এসেছি। লঞ্চে থাকা স্টাফ ও পিকনিকের যাত্রীরা বলেছেন—হামলাকারীরা তাদের টাকাপয়সা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। তারা আইনগত ব্যবস্থা নেবে।’
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বরেন, ‘অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব। নেহালকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।’
আরও পড়ুন: ঠাকুরগাঁও সীমান্তে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমভি ক্যাপ্টেন নামে একটি লঞ্চে করে দক্ষিণ কেরানীগঞ্জের পিকনিকের ৩০০-৪০০ লোকসহ মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে ভিড়ে। লঞ্চ থেকে নেমে কয়েকজন ঘাট এলাকায় নাস্তা কিনতে যায়, সেখানে বাজে মন্তব্য করা নিয়ে ঝগড়া বাধে।
পরে ৫০-৬০ জন লঞ্চে উঠে পিকনিকের লোকজনকে মারধর ও ভাঙচুর চালায়। এক পর্যায়ে দুই নারীকে লঞ্চের সামনে এনে প্রকাশ্যে বেধরক পেটায়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
২০৮ দিন আগে
রাজধানীতে পথশিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
রাজধানীর রমনা থানাধীন শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে ১০ বছর বয়সি এক পথশিশুকে ধর্ষণের অভিযোগে রায়হান (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (১৫,জানুয়ারী) রাতে এই ঘটনা ঘটে। ভুক্তভুগী শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার (১৫ জানুয়ারি) রাতে রমনা থানার শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে শিশুটিকে ধর্ষণ করে রায়হান নামে এক যুবক। এ সময় শিশুটির চিৎকারে পথচারীরা এগিয়ে গিয়ে ওই ছেলেটিকে আটকে রাখে।
রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম বলেন, রাতে খবর পেয়ে সেখান থেকে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় এবং অভিযুক্ত রায়হানকে আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘শিশুটি ভাসমান প্রকৃতির। সে তার নানির সঙ্গে শাহবাগ এলাকায় থাকে। রাস্তায় ঘুরে ঘুরে ফুলের মালা বিক্রি করে। আটক রায়হান ও ভাসমান প্রকৃতির যুবক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
৩২৩ দিন আগে
চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া নথি উদ্ধার, যুবক আটক
চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া বিভিন্ন মামলার নথি উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। একই সঙ্গে আটক করা হয়েছে এক যুবককে।
আদালতের বারান্দা থেকে গায়েব হওয়া ৯ বস্তা নথি বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পাথরঘাটার একটি ভাঙারির দোকান থেকে উদ্ধার কারা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘চুরি যাওয়া নথিগুলো একটি ভাঙারির দোকানে কেজি দরে বিক্রি করা হয়।’
তিনি বলেন, ‘আদালতের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ সন্দেহভাজনকে আটক করে। আটক যুবক আদালত চত্বরে চা বিক্রি করতেন।’
আরও পড়ুন: চট্টগ্রাম আদালতের ১,৯১১ মামলার নথি গায়েব
সম্প্রতি চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ের বাইরে রাখা ৩০টি আদালতের ১ হাজার ৯১১ মামলার নথি (কেস ডকেট বা সিডি) চুরি হয়।
আদালতের অবকাশকালীন সময়ের মধ্যে গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মামলার এসব নথি উধাও হয়। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় একটি জেনারেল ডায়েরি (জিডি) করা হয়।
৩৩০ দিন আগে
নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গর্তে ফেলে হরলুজা বেগম নামে এক নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ওই নারীর পুড়ে কয়লা হয়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সময় হাতেনাতে ফারহান রনি নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
রনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে এবং হরলুজা হীরাপুর এলাকার নুরুল ইসলাম বেপারীর স্ত্রী।
এলাকাবাসী জানায়, গাজীর বাজারের এনামুল ও রোমানের বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। হাঁস খুঁজতে গিয়ে পাশের একটি পরিত্যক্ত টিনের ঘরে গিয়ে আগুনে পোড়ার গন্ধ পান। তখন তারা আগুনে কী পোড়ানো হচ্ছে দেখতে চাইলে সে জানায়, গাছের পাতা পোড়ানো হচ্ছে, তাই গন্ধ। পরে বিষয়টি সন্দেহ হলে ক্ষুব্ধ হয়ে রনি তাদের মারার হুমকি দেয়। পরে এলাকাবাসী গিয়ে দেখে গর্তে ঢুকিয়ে লাশ পোড়ানো হচ্ছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ
তবে কী কারণে হরলুজাকে হত্যা করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম বলেন, লাশের বেশিরভাগ পুড়ে গেছে। মাথা ছিল না। হাতে চুরি থাকায় লাশটি নারীর বলে ধারণা করা হয়। পরে আটক যুবকের তথ্য অনুসারে লাশের মাথা উদ্ধার করে তার পরিচয় শনাক্ত করা হয়।
কীভাবে কী ঘটানো হয়েছে তা জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
৩৪৫ দিন আগে
জকিগঞ্জে ১০০০ পিস ইয়াবা জব্দ, যুবক আটক
সিলেটের জকিগঞ্জে ইয়াবা বহনের অভিযোগে আলতাব হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিছ ইয়াবা জব্দের দাবি করেছে পুলিশ। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার বীরশ্রী ইউনিয়নের বড়পাথর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলতাব হোসেন (৩৬) উপজেলার ২নম্বর বীরশ্রী ইউনিয়নের বড়পাথর গ্রামের বাসিন্দা।
সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, জকিগঞ্জে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত, চোর-ডাকাতসহ কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এদের সবাইকে আইনের আওতায় আনতে জকিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জকিগঞ্জ থানা এলাকাকে অপরাধমুক্ত করতে আমরা তৎপর।
৩৫৩ দিন আগে
সাতক্ষীরায় ১১টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
সাতক্ষীরার ভোমরা লক্ষীদাঁড়ি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগে জাকির হোসেন (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রামের ১১টি স্বর্ণের বার জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৮টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়।
জাকির ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ি গ্রামের আরিজুল মোল্লার ছেলে।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বারসহ দুই নারী আটক
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক আশরাফুল হক বলেন, জাকিরের কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫২৮ টাকা।
তিনি আরও বলেন, স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচার হচ্ছিল। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের ও স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৪ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ, আটক ২
৪৪৮ দিন আগে
খুলনায় ১২টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
খুলনা মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় স্বর্ণ পাচারের অভিযোগে মাসুম বিল্লা নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ১০টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক
শনিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক মাসুম বিল্লা সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাকড়া গ্রামের আলম গাজীর ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসে করে ঢাকা থেকে সাতক্ষীরা দিকে মাসুম বিল্লা যাচ্ছিলেন।
এসময় বাসটি আটক করে তল্লাশি করা হলে মাসুমের জুতার নিচে কৌশলে রাখা ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বেনাপোলে ৬টি স্বর্ণের বার জব্দ, যুবক গ্রেপ্তার
যশোরে ৩২ স্বর্ণের বার জব্দ, আটক ২
৫৯৪ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ২টি অস্ত্র-গুলি জব্দ, যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জে হাসান আলী নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
এসময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুইটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: রূপগঞ্জে স্ত্রীকে খুনের অভিযোগ যুবক আটক
মঙ্গলবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার বেলাল বাজার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
হাসান আলী রাজশাহীর বাগমারা উপজেলার আচিনপুর ভবানীগঞ্জ এলাকার আনিসুর রহমানের ছেলে।
বুধবার(২৭ মার্চ) সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল গোমস্তাপুর উপজেলার বেলাল বাজার মোড় এলাকায় চেকপোষ্ট বসিয়ে যানবাহনের তল্লাশি চালায়।
এসময় যাত্রী হাসান আলীকে তল্লাশি করে তার কোমর থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ছয় রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন জব্দ ও তাকে আটক করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেছে র্যাব।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় জাটকা ধরায় ৩৩ জেলে আটক
চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত থেকে অস্ত্র ও গাঁজা জব্দ; আটক ১
৬১৮ দিন আগে
রূপগঞ্জে স্ত্রীকে খুনের অভিযোগ যুবক আটক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছুরিকাঘাতে স্ত্রীকে খুনের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে রূপগঞ্জের ইছাখালী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম ফারজানা আক্তার (২২)। তার স্বামীর নাম তারিকুল ইসলাম (৩২)। দু’জনেই গাইবান্ধার সুন্দরগঞ্জের বাসিন্দা হলেও তারা ইছাখালীতে ভাড়া বাসায় থাকতেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ইছাখালীতে পরকীয়ার জেরে স্বামী তারিকুল ছুরিকাঘাত করেন স্ত্রী ফারজানাকে। দুপুরে ১২টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
স্বামীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
আরও পড়ুন: কেরাণীগঞ্জে মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে যুবকের ছুরিকাঘাতে কর্মচারী নিহত
নওগাঁর মান্দায় ছুরিকাঘাতে একজন নিহত
৬২১ দিন আগে