ঢাকা ত্যাগ
লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জোবাইদা রহমান
প্রায় ১৭ বছর পর দেশে ফেরার এক মাস পরেই আবার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনক্নি তিনি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিমানবোর্ড করার পরপরই জোবাইদা রহমান বেগম জিয়ার সঙ্গে কথা বলেন এবং তার দোয়া প্রার্থনা করেন।
এর আগে গতকাল (বুধবার) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ‘মাহবুব ভবনে’ তার মা ইকবাল মান্দ বানুর সঙ্গে সাক্ষাৎ করে বিদায় নেন জোবাইদা রহমান। এরপর তিনি গুলশানে শাশুড়ি খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান।
গত ৬ মে লন্ডনে চার মাসের উন্নত চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সে সময় জোবাইদাও তার সঙ্গে দেশে ফেরেন। এরমধ্য দিয়ে তার ১৭ বছরের প্রবাসজীবনের অবসান ঘটে।
আরও পড়ুন: দুদকের মামলায় জামিন পেলেন জোবাইদা রহমান
২০০৮ সাল থেকে তারেক রহমান, ডা. জোবাইদা ও তাদের মেয়ে জাইমা রহমান লন্ডনে বসবাস করছেন।
জোবাইদা এমবিবিএস পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষস্থান অর্জন করেছিলেন এবং ১৯৯৫ সালে বিসিএসে উত্তীর্ণ হয়ে সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।
পরে ২০০৮ সালে তিনি শিক্ষাবকাশে লন্ডন গেলে শেখ হাসিনার সরকার তাকে চাকরি থেকে বরখাস্ত করে।
এরপর লন্ডনে বসবাসকালেও জোবাইদা রহমান ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৮২ দিন আগে
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ ওবায়দুল কাদেরের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
মন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ওবায়দুল কাদের বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।
আরও পড়ুন: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ওবায়দুল কাদের
এ সময় ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নিজাম উদ্দিন হাজারী।
সেতু বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ১১ আগস্ট তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন কাদের
৮৪৯ দিন আগে
প্রধানমন্ত্রী এলডিসি-৫ সম্মেলনে যোগ দিতে দোহার উদ্দেশে রওনা হবেন শনিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ থেকে ৯ মার্চ অনুষ্ঠেয় স্বল্পোন্নত দেশসমূহের জাতিসংঘের পঞ্চম সম্মেলনে (এলডিসি-৫) অংশ নিতে শনিবার দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে কাতার সফর করছেন বলে তার কার্যালয় জানিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এবং ৮ মার্চ পর্যন্ত কাতারে থাকবেন। এসময় এলডিসি-৫ সম্মেলনে তার অংশগ্রহণ ছাড়াও কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
আরও পড়ুন: সঠিক তদন্তের পর বীমার দাবি পরিশোধ নিশ্চিত করুন: প্রধানমন্ত্রী
তিনি কাতারের আমিরের সঙ্গেও বৈঠক করবেন। জ্বালানি খাতে সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিষয়গুলো আলোচনায় আসবে।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার সকাল ১১টায় ঢাকা ত্যাগ করবে। স্থানীয় সময় দুপুর আড়াইটায় দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
শনিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউসিসি) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউএনজিএ প্রেসিডেন্ট সাবা করোসি এবং ইউএনডিপি প্রশাসক আচিম স্টেইনারের সঙ্গে পৃথক বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী ৫ মার্চ কিউসিসি-তে বিশেষ অতিথি হিসেবে এলডিসি-৫ সম্মেলনের উদ্বোধনী সেশনের সভায় ভাষণ দেবেন।
এরপর তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলনের সেক্রেটারি জেনারেল রেবেকা গ্রিনস্প্যান এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ডোরেন বোগদান মার্টিনের সঙ্গে পৃথক বৈঠক করবেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী এলডিসি-৫ সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ ঢাকা ত্যাগ করবেন
এছাড়া, বাংলাদেশ, লাওস এবং নেপাল যৌথভাবে আয়োজিত ‘২০২১ সালের গ্র্যাজুয়েটিং কোহর্টের জন্য টেকসই এবং মসৃণ ট্রানজিশন’ শীর্ষক একটি সাইড ইভেন্টেও প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন।
৬ মার্চ শেখ হাসিনা সেন্ট রেজিস দোহায় ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়াল অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেবেন। মালাউইয়ের রাষ্ট্রপতি ড. ল্যাজারাস ম্যাকার্থি চাকওয়েরার সঙ্গে বৈঠক করবেন। এবং কিউসিসি-তে ‘স্মার্ট এবং উদ্ভাবনী সমাজের জন্য এলডিসিতে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ’ শিরোনামে একটি পার্শ্ব ইভেন্টে অংশগ্রহণ করবেন এবং বাসভবনে একটি আঞ্চলিক দূত সম্মেলনে যোগ দেবেন।
৭ মার্চ প্রধানমন্ত্রী ‘আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক একীকরণে স্বল্পোন্নত দেশগুলোর অংশগ্রহণ বৃদ্ধি’ শীর্ষক একটি উচ্চ-পর্যায়ের সংলাপে যোগ দেবেন। ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা মন্ত্রী ড্যান জর্জেনসেনের সঙ্গে বৈঠক করবেন। ‘মসৃণ এবং টেকসই গ্র্যাজুয়েশনের জন্য গ্লোবাল পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন। কিউসিসি-তে বিশেষ অতিথি হিসেবে এবং কাতারে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।
৮ মার্চ (বুধবার) সকালে ঢাকার উদ্দেশে দোহা ত্যাগ করার কথা রয়েছে শেখ হাসিনার।
দোহায় এলডিসি-৫ সম্মেলনে বিশ্ব নেতারা দোহা প্রোগ্রাম অব অ্যাকশন-এর মাধ্যমে তরুণদের নতুন ধারণা এগিয়ে নিতে সমর্থনের নতুন অঙ্গীকার উত্থাপন এবং সম্মত প্রতিশ্রুতি প্রদানের জন্য বেসরকারি খাত, সুশীল সমাজ, সংসদ সদস্য এবং তরুণদের সঙ্গে একত্রিত হবেন।
আরও পড়ুন: প্রযুক্তির পাশাপাশি শ্রমঘন শিল্পে মনোনিবেশ করবে সরকার: প্রধানমন্ত্রী
১০০৭ দিন আগে
প্রধানমন্ত্রী এলডিসি-৫ সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ ঢাকা ত্যাগ করবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ থেকে ৯ মার্চ অনুষ্ঠেয় স্বল্পোন্নত দেশসমূহের জাতিসংঘের পঞ্চম সম্মেলনে (এলডিসি-৫) অংশ নিতে ৪ মার্চ দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
বৃহস্পতিবার একটি সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন প্রধানমন্ত্রীর কাতারের দোহায় অবস্থানকালীন সময়সূচি জানান।
প্রধানমন্ত্রী একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এবং এলডিসি৫ সম্মেলনে তার অংশগ্রহণ ছাড়াও কাতারের প্রতিপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
আরও পড়ুন: জনগণের কাছে দলীয় নেতাদের যেতে বললেন শেখ হাসিনা
জ্বালানি খাতে সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিষয়গুলো আলোচনায় আসবে।
৫ মার্চ প্রধানমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে পূর্ণাঙ্গ উদ্বোধনী সভায় ভাষণ দেবেন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং এলডিসি গ্রুপের বর্তমান চেয়ারম্যানও পূর্ণাঙ্গ বৈঠকে বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রী ‘২০২১ সালের গ্র্যাজুয়েটিং কোহর্টের জন্য টেকসই এবং মসৃণ রূপান্তর’ শিরোনামের সাইডলাইনে একটি অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
৬ মার্চ, তিনি ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়াল অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি বিজনেস সামিটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
৭ মার্চ প্রধানমন্ত্রী ‘আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক একীকরণে স্বল্পোন্নত দেশগুলোর অংশগ্রহণ বৃদ্ধি’ শীর্ষক উচ্চ পর্যায়ের সংলাপে যোগ দেবেন।
এছাড়াও তিনি বিশেষ অতিথি হিসেবে ‘গ্লোবাল পার্টনারশিপ ফর স্মুথ অ্যান্ড সাসটেইনেবল গ্র্যাজুয়েশন: মার্চিং টু স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
তিনি কাতারের আমির ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে কাতার সফর করবেন।
এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
আরও পড়ুন: জাতীয় উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এলডিসি৫ হলো এমন জায়গায় টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার সুযোগ যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন আন্তর্জাতিক সহায়তা। এবং স্বল্পোন্নত দেশগুলোর পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে, তাদের সমৃদ্ধির পথে অগ্রগতি করতে সাহায্য করে৷
দোহায় এলডিসি ৫ সম্মেলনের পাঁচ দিনেরও বেশি সময় ধরে বিশ্ব নেতারা বেসরকারি খাত, সুশীল সমাজ, সংসদ সদস্য এবং তরুণদের সঙ্গে নতুন ধারণা এগিয়ে নিতে, সহযোগিতার নতুন অঙ্গীকার উত্থাপন করতে এবং দোহা কর্মসূচির মাধ্যমে সম্মত প্রতিশ্রুতি বাস্তবায়নে উৎসাহিত করতে একত্রিত হবেন।
সম্মেলনে, এটি প্রত্যাশিত যে সুনির্দিষ্ট উদ্যোগ এবং বাস্তবে বাস্তবায়নযোগ্য ঘোষণা করা হবে যা এলডিসি-নির্দিষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা করবে।
সম্মেলনে পূর্ণাঙ্গ অধিবেশন, সমান্তরাল উচ্চ-স্তরের থিম্যাটিক গোলটেবিল, এবং ডিপিওএ-এর বিভিন্ন বিষয়ভিত্তিক অগ্রাধিকারের উপর সমান্তরাল এবং পার্শ্ব ইভেন্টগুলোর একটি সিরিজ থাকবে।
সম্মেলনের আগের দিন মালাউই’র প্রেসিডেন্টের সভাপতিত্বে এলডিসি গ্রুপের একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গ্রুপ অব এলডিসি প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে একটি স্মরণ অনুষ্ঠান ৫ মার্চ, ২০২৩ তারিখে উদ্বোধনী অধিবেশনের পরে অনুষ্ঠিত হবে।
সম্মেলনের প্রান্তে বেসরকারি খাত, সিএসও, যুবক, সংসদ সদস্য এবং দক্ষিণ-দক্ষিণ ট্র্যাকগুলোর জন্য উৎসর্গীকৃত অনুষ্ঠানগুলোও থাকবে।
বিশ্বের স্বল্পোন্নত দেশগুলো ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সময়ের বিরুদ্ধে প্রতিযোগিতায় নেমেছে।
জাতিসংঘের মতে, এই ৪৬টি দেশ সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়ন থেকে উপকৃত হবে তা নিশ্চিত করতে অবশিষ্ট বছরগুলোতে একটি নতুন বৈশ্বিক অংশীদারিত্বের সূচনা করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ মার্চ ঢাকার উদ্দেশে দোহা ত্যাগ করার কথা রয়েছে।
আরও পড়ুন: শিশুদের খেলাধুলায় উৎসাহিত করুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১০০৮ দিন আগে
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানবাহিনী প্রধানের ঢাকা ত্যাগ
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান মার্কিন বিমান বাহিনীর প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রের আমন্ত্রণে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
সফরকালে এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান মার্কিন বিমানবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
আরও পড়ুন: ‘ভুল’ করে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: ভারতীয় বিমানবাহিনীর ৩ কর্মকর্তা বরখাস্ত
জেনারেল চার্লস ব্রাউন ও এয়ার চিফ মার্শাল আব্দুল হান্নান পেন্টাগনে পারস্পরিক স্বার্থের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।
এয়ার চিফ মার্শাল আব্দুল হান্নানের সফর বাংলাদেশ-মার্কিন সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ওয়াশিংটন ডিসিতে মার্কিন বিমান বাহিনী আয়োজিত আন্তর্জাতিক বিমান বাহিনী প্রধান সম্মেলনে যোগ দেবেন। এতে যোগ দেবেন প্রায় ৫০টি দেশের বিমানবাহিনীর প্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তারা।
পরে, এয়ার চিফ মার্শাল আবদুল হান্নান মার্কিন বিমান বাহিনীর ৭৫তম বার্ষিকী উপলক্ষে একটি এয়ার শোতে অংশ নেবেন।
আরও পড়ুন: ভারতে তৈরি প্রথম বিমানবাহিনী রণতরী আইএনএস বিক্রান্তের যাত্রা শুরু
ভারতে তৈরি প্রথম বিমানবাহিনী রণতরী বিক্রান্তের আজ যাত্রা শুরু
১১৭৬ দিন আগে
রোমের উদ্দেশে বিমানের বিশেষ ফ্লাইটে ২২৮ যাত্রীর ঢাকা ত্যাগ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট শনিবার ঢাকা থেকে ইতালির রোমের উদ্দেশে ছেড়ে গেছে।
১৯৮৬ দিন আগে
চিকিৎসার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি
ঢাকা, ৩১ আগস্ট (ইউএনবি)- স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
২২৮৮ দিন আগে