������������
নির্ধারিত সময়ের মধ্যে চালু হতে যাচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল
চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং হতে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
সোমবার (২ অক্টোবর) দুপুরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
বেবিচক চেয়ারম্যান বলেন, বিগত ২০২০ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণের চুক্তি সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী ১ হাজার ৪৭১ দিনের মধ্যে সফট ওপেনিং করার কথা ছিল। আজ (২ অক্টোবর) চুক্তি অনুযায়ী ১ হাজার ২৪১ দিন। আগামী ৭ অক্টোবর সফট ওপেনিং হবে।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার: বিমান সিইও
তিনি বলেন, প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন সফট ওপেনিং এ উপস্থিত থাকবেন। নির্ধারিত সময়ের আগে সফট ওপেনিং হতে যাচ্ছে তৃতীয় টার্মিনালের। সফট ওপেনিংয়ের অনুষ্ঠান তৃতীয় টার্মিনালের ভেতরে অনুষ্ঠিত হবে। সারা দেশের মানুষ যেন উদ্বোধনের দিন গণমাধ্যমের মাধ্যমে এই টার্মিনাল দেখতে পারেন, সেজন্য আমরা ভেতরে উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করেছি।
তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি নিয়ে এম মফিদুর রহমান বলেন, আমাদের লক্ষ্য ছিল সফট ওপেনিংয়ের আগে ৯০ শতাংশ কাজ শেষ করা। বর্তমানে এখন প্রায় ৮৮ শতাংশের ওপরে অর্থাৎ ৮৯ শতাংশের কাছাকাছি কাজ সম্পন্ন হয়েছে। আশা করি ওপেনিংয়ের আগে ৯০ শতাংশ কাজ শেষ হয়ে যাবে।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্যমাত্রা ২০২৪ সালের ডিসেম্বরে যাত্রীদের জন্য টার্মিনালটি পুরোপুরি চালু (ফুল ফাংশনাল) করার। তবে আমাদের কাজ নির্ধারিত সময়ের চেয়ে অনেক আগে শেষ হয়ে যাবে বলে আশা করছি। নির্ধারিত সময়ের আগে যাত্রীদের জন্য টার্মিনালটি পুরোপুরি চালু হবে বলে আশা করছি।
তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য পর্যাপ্ত জনবল আছে কি না- প্রশ্ন করা হলে মফিদুর রহমান জানান, জনবলের জন্য আমরা মন্ত্রণালয়ে আবেদন করেছি। এ ছাড়া আমাদের এখন যারা আছেন তাদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমসহ সংশ্লিষ্ট প্রস্তুতি নিচ্ছেন।
নতুন টার্মিনাল পুরোপুরি চালু হলে সেবার মান বাড়বে কি না- জানতে চাইলে তিনি বলেন, এই তৃতীয় টার্মিনাল করা হয়েছে যাত্রীসেবার মান উন্নয়নের জন্য। এভিয়েশন হাব হওয়ার লক্ষ্যে পৌঁছানোর জন্য এই তৃতীয় টার্মিনাল করা হয়েছে।
বেবিচক চেয়ারম্যান আরও জানান, যাত্রী সেবা নিশ্চিত করার জন্য বিদেশি একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে বিদেশি সংস্থা কাজ করলেও নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে আমাদের হাতে।
আরও পড়ুন: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ৭ অক্টোবর উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ
তিনি বলেন, বিদেশি সংস্থাকে বলে দেওয়া হবে যেন যাত্রী সেবার মান সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর অথবা সমমনা বিমানবন্দরগুলোর মতো হয়। যাত্রীসেবার মান সুনিশ্চিত করতে পারবে। এসব বিষয় নিশ্চিত হওয়ার পরে আমরা বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি করব।
এ ছাড়া আমাদের দেশীয় স্টেকহোল্ডার যারা রয়েছে তাদেরও বলা হয়েছে কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। নতুন টার্মিনালে যাদের যতটুকু প্রয়োজন ততটুক অনুযায়ী অফিসের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হবে।
নতুন তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রস্তুত কি না- এমন প্রশ্নের জবাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, এটা কোনো একক কাজ না। আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় তৃতীয় টার্মিনাল পরিচালনা করব, দেশের অন্যান্য বিমানবন্দরের মতো।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজ করছে স্যামসাং গ্রুপের কনস্ট্রাকশন ইউনিট স্যামসাং কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেডিং (সিঅ্যান্ডটি) করপোরেশন। প্রতিষ্ঠানটির নির্মিত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে বুর্জ খলিফা, পেট্রোনাস টুইন টাওয়ার, তাইপে ১০১, সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল, দক্ষিণ কোরিয়ার ইনচেওন আন্তর্জাতিক বিমানবন্দর ও আবুধাবির ক্লিভল্যান্ড ক্লিনিক। প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি ও সম্ভাবনা উন্মোচনের মাধ্যমে নির্মাণে আধুনিকতা নিয়ে এসেছে স্যামসাং সিঅ্যান্ডটির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন গ্রুপ।
এ ছাড়া টার্মিনালের ভেতরের ভবনটির নকশা তৈরি করেছেন বিখ্যাত স্থপতি রোহানি বাহারিন। তিনি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের টার্মিনাল-৩, চীনের গুয়াঞ্জুর এটিসি টাওয়ার ভবন, ভারতের আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইসলামাবাদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনের নকশা তৈরি করেন।
২০১৭ সালের ২৪ অক্টোবর শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পটির অনুমোদন দেয় একনেক। নির্মাণ কাজে অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
বৃহৎ এই থার্ড টার্মিনাল প্রকল্পটির ব্যয় প্রথমে ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরে অবশ্য প্রকল্প ব্যয় ৭ হাজার ৭৮৮ কোটি ৫৯ লাখ টাকা বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে কন্টেইনার টার্মিনাল নির্মাণে ডেনিশ মায়ের্স্ক গ্রুপের প্রস্তাব বিবেচনার আশ্বাস প্রধানমন্ত্রীর
অনুমতি ছাড়া ঢাকায় সমাবেশ করা যাবে না: ডিএমপির নতুন কমিশনার
রাজধানীতে যেকোনো সমাবেশ করতে হলে অবশ্যই অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান।
সোমবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে ডিএমপি সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স সেন্টারে আয়োজিত 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএমপির প্রধান বলেন, রাজনৈতিক দল যত বড়ই হোক না কেন, অনুমতি ছাড়া রাজধানীতে কোনো অনুষ্ঠান করা হবে না।
তিনি বলেন, কোনো দল যদি অনুমতি ছাড়া মিছিল, সভা বা সমাবেশ করার চেষ্টা করে নিয়ম ভঙ্গ করে, তাহলে ডিএমপির যেকোনো ইউনিট নির্ভয়ে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।
আরও পড়ুন: ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান
তিনি আরও বলেন, সোমবার বিরোধী দলের সমাবেশ হওয়ার কথা রয়েছে। তারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়েছে এবং নিয়ম মেনে সমাবেশের আয়োজন করছে।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে ৩৬তম ডিএমপি কমিশনার বলেন, নির্বাচন ক্ষমতা হস্তান্তরের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া।
তিনি বলেন, ডিএমপির ৩৪ হাজার বাহিনী নিঃসন্দেহে নির্বাচন সুষ্ঠু করতে কাজ করবে।
যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালা ডিএমপির উপর কোনো প্রভাব ফেলবে কি না- জানতে চাইলে কমিশনার বলেন, ‘বাহিনী হিসেবে এটি পুলিশের জন্য কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। এটা ব্যক্তিকেন্দ্রিক।’
আসন্ন জাতীয় নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ পুলিশের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপির অবৈধ অস্ত্রের ব্যবহার প্রতিহত করার যথেষ্ট সক্ষমতা রয়েছে।
কমিশনার আরও বলেন, ‘ঢাকাকে নিরাপদ রাখতে যা যা করা দরকার আমরা করব।’
আরও পড়ুন: খন্দকার গোলাম ফারুক হলেন ডিএমপির নতুন কমিশনার
নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজমিস্ত্রি সুমনকে(৩৫) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (১ অক্টোবর) ঢাকার কামরাঙ্গীরচর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-১১ এর সিনিয়র এএসপি ও গণমাধ্যম কর্মকর্তা মো. রিজওয়ান সাঈদ জিকু।
গ্রেপ্তার যুবকরা হলেন- কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর গ্রামের রঙ্গু বেপারীর ছেলে আরমান (৩৫) ও জালাল উদ্দিনের ছেলে সেতুল (২৯)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার ঢাকার কামরাঙ্গীরচর থানার মাদবর বাজারের আশরাফাবাদ রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-১১।
আরও পড়ুন: বাগেরহাটে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর রাতে সুমনকে ডেকে পলাশ কয়েল ফ্যাক্টরির পেছনে নিয়ে যায় সুমনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় নিহতের মা নার্গিস বেগম (৬৪) বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ, গ্রেপ্তার ২
কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ীর মৃত্যু
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ীর মৃত্যুর অভিাযোগ পাওয়া গেছে। রবিবার (১ অক্টোবর) থানার আমবাগিচা খালপাড় এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত শুক্কুর ঢাকার নবাবগঞ্জ থানার আগলা গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে। পুলিশ খবর পেয়ে রবিবার নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে হত্যা: ২ ছিনতাইকারীর যাবজ্জীবন কারাদণ্ড
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান জানান, শুক্কুর ভোরে পুরান ঢাকার শ্যামবাজার এলাকায় কাঁচামালের আড়তে সবজি কিনতে যাচ্ছিলেন। থানার আমবাগিচা এলাকায় পৌঁছলে ছিনতাইকারীদের কবলে পড়েন।
তিনি বলেন, এক পর্যায়ে তিনি ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান। এ হত্যার ঘটনায় এলাকায় পুলিশি অভিযান চলছে।
তিনি আরও বলেন, এ ব্যাপার রবিবার বিকালে নিহতের ভাই জনি বাদি হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, যুবক আটক
গাইবান্ধায় ছুরিকাঘাতে ইউপি সদস্য খুনের অভিযোগ
ফরিদপুরে চুরির অভিযোগে মারধর, যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ফরিদপুরে রাজেন বেপারি নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের জুয়াইর গ্রামে নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
রাজেন গত বছর আলহাজ আব্দুল খালেক ডিগ্রি কলেজ থেকে এসএসসি পাস করেন। পাশাপাশি বিভিন্ন সময়ে মৌসুমি ব্যবসা করতেন তিনি।
একমাত্র পুত্র রাজেনকে হারিয়ে পাগলপ্রায় মা সুফিয়া ও বাবা মান্নান মিয়া। তাদের আহাজারি থামছেই না।
আরও পড়ুন: নাটোরের গুরুদাসপুরে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার দুপুরে রাজেন পাশ্ববর্তী বাখুন্ডা গ্রামের দিদার মিয়ার সুপারি গাছ থেকে এক থোকা সুপারি পাড়েন। ওই সময় যাচ্ছিলেন ওই এলাকার সরোয়ার মিয়া। সরোয়ার মিয়া সুপারি চুরির অপবাদ দিয়ে রাজেনকে মারধর করেন।
রাজেন বাড়িতে এসে কাউকে কিছুই বলেননি। কারো সঙ্গে কোনো কথাও বলেননি। ঘর থেকে বের হননি কয়েকদিন। এরপর শনিবার বিকালে মায়ের সঙ্গে ভাত খান রাজেন।
পরে চুরির অপবাদ সহ্য করতে না পেরে সন্ধ্যার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাজন।
রাজেনের মা সুফিয়া আক্তার বলেন, ‘আমি কী নিয়ে বাঁচব। আমার মনি কত ভালো ছিল, তারে সুপারি চোর বানায়ে মারল ওরা। এটা সহ্য করতে পারেনি আমার মনি, তাই চলে গেল।’
রাজেনের বাবা মান্নান বেপারি বলেন, ‘আমার পোলাডারে মিথ্যা চুরির অপবাদ দিয়ে মারধর করেছে সরোয়ার। আমার মনি এই অপবাদ সহ্য করতে না পেরে অনেক দূরে চলে গেল।’
তিনি আরও বলেন, ‘অনেক মারছে আমার মনিরে। ভয়ে আমাদের কারো কাছেই একথা বলে নাই। নিজে নিজেই বুকের মধ্যে কষ্ট চেপে রেখে চলে গেল। আমরা কাকে নিয়ে বাঁচব।’
আরও পড়ুন: গাজীপুরে অটোচালক ও বয়াতির গলাকাটা লাশ উদ্ধার
রাজেনের চাচি সাবিনা বেগম বলেন, ‘যখন সরোয়ার মারতেছে, খবর পেয়ে আমি দ্রুত ওই খানে যাই। কিন্তু ওই খানে গিয়ে মনিরে আর পাই নাই। পরদিন সকালে আমারে বলে চাচি আমারে খুব মারছে সরোয়ার ভাই। আমার কানে মারছে আমি কানে কিছু শুনতে পাচ্ছি না। শরীরেও অনেক ব্যাথা। আমার মনি এই চুরির অপবাদ দিয়ে মারপিট সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।
পারিবারিক সূত্র জানিয়েছে, রবিবার বিকাল (সাড়ে ৫টা পর্যন্ত) রাজেনের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে লাশেরর দাফন সম্পন্ন করা হবে।
ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের শেখ জানান, রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা গ্রামের বাসিন্দা সরোয়ার মিয়াকে এলাকায় গিয়ে পাওয়া যায়নি। এ বিষয়ে তার বক্তব্য জানতে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
গাজীপুরে অটোচালক ও বয়াতির গলাকাটা লাশ উদ্ধার
গাজীপুরে আমিনুল ইসলাম নামে এক অটোচালক ও আমির হামজা নামে এক বয়াতিকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে।
শনিবার দিবাগত রাতে কোনাবাড়ি থানার আমবাগ আতাউর মার্কেটসংলগ্ন বারেক রোড মোড়ে এবং কালিয়াকৈর উপজেলার মৌচাক কলাবাধা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত আমিনুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জোড়বাড়িয়া গ্রামের মৃত সাহা আলীর ছেলে।
তিনি কোনাবাড়ি আমবাগ আতাউর মার্কেট এলাকায় দুলালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থেকে অটোরিকশা চালাতেন।
নিহত আমির হামজা বিভিন্ন স্থানে গান বাজনা করে সংসার চালাতেন। এলাকাবাসী বয়াতি হিসেবে চেনেন তাকে।
আরও পড়ুন: গাজীপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে বারেক রোড মোড়ে রাস্তার উপর আমিনুলকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যার পর পালিয়ে যায়।
স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে রানা ও রোমান নামের দুজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক কলাবাধা এলাকা থেকে আমির হামজা নামে এক ব্যক্তির গলাকাটা লাশ নিজের বসত ঘর থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে যেকোনো সময় নিজ বসত ঘরে আমির হামজাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে রবিবার সকালে হাসপাতাল মর্গে পাঠায়।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহীদুল ইসলাম জানান, নেশাগ্রস্ত হওয়ায় এবং গান বাজনার সঙ্গে জড়িত থাকায় আমির হামজার স্ত্রী সন্তানদের নিয়ে টাঙ্গাইলে থাকেন।
তিনি বলেন, এ কারণে নিজ ঘরে একা ঘুমাতেন আমির হামজা। কী কারণে কারা তাকে হত্যা করেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ‘আপত্তিকর ফেসবুক পোস্ট’ দেওয়ার অভিযোগে গাজীপুরে ছাত্রদল নেতা গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার
মিঠামইনে স্পিডবোট ডুবে শিশু নিখোঁজ
কিশোরগঞ্জের মিঠামইন থেকে যাত্রী নিয়ে করিমগঞ্জের বাঁলিখলা ঘাটে যাওয়ার পথে ঘোড়াউত্রা নদীতে নৌকার সঙ্গে সংঘর্ষে স্পিডবোট ডুবে এক শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে মিঠামইনে নির্মাণাধীন সেনানিবাসের সামনে ঘোড়াউত্রা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মিঠামইনের কামালপুর স্পিডবোট ঘাট থেকে ১৪ জন যাত্রী ও চালকসহ একটি স্পিডবোট করিমগঞ্জ উপজেলার বাঁলিখলা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। স্পিডবোটটি মিঠামইন সেনানিবাস সংলগ্ন ঘোড়াউত্রা নদীতে একটি নৌকার সঙ্গে সংঘর্ষে ডুবে যায়। এ সময়, চালকসহ যাত্রীরা সাঁতরে তীরে আসতে পারলেও মা-বাবার সঙ্গে থাকা ৪ বছর বয়সী মোছা. বুসরা নামে এক শিশু নিখোঁজ হয়।
আরও পড়ুন: কিশোরগঞ্জে নিখোঁজের ৪ দিন পর অটোচালকের লাশ উদ্ধার
বুসরা ভৈরব উপজেলার বসির উদ্দিনের মেয়ে। বসির অষ্টগ্রাম উপজেলায় ভূমি অফিসে কর্মরত।
মিঠামইন ফায়ার সার্ভিস ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান মিঠামইন ফায়ার সার্ভিসের উদ্ধার দল। সেখানে স্পিডবোট ও নৌকা পাওয়া যায়নি। তারা নিখোঁজ শিশুর উদ্ধারে চেষ্টা চালান।
এ বিষয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কিশোরগঞ্জ থেকে নিকলী ফায়ার স্টেশনে অবস্থান করছে। শনিবার ভোরে উদ্ধার অভিযান চালাবে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে এলজিইডি ভবনে আগুন
কিশোরগঞ্জে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর যুব ইউনিয়ন নেতার ভাসমান লাশ উদ্ধার
গুলশানের নর্দায় বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত
রাজধানীর গুলশানের নর্দা এলাকায় শুক্রবার বিকালে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ৬৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।
নিহত জাহানারা খাতুন তাহেরা ভাটারা নর্দা সৌদি মসজিদ এলাকার মৃত জসিম উদ্দিনের স্ত্রী।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে নর্দা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় রাজধানী পরিবহনের একটি বাস এক নারীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
আরও পড়ুন: গাজীপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২
পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘রাজধানী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং চালককেও আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় যুবক নিহত
চট্টগ্রামে বাসের ধাক্কায় মসজিদের ইমাম নিহত
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় নিহত ২
গোপালগঞ্জে ইজিবাইকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দাসের হাট এলাকার পদ্মা হাইওয়ে রেস্টুরেন্টের পাশে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- রানী বেগম (৬০), আলী শেখ (৬২)। আহতরা হলেন- ফুল মিয়া (৪৭), খুকি (৫৫) লামিয়া (২০) ও জাহেদা বেগম (৫০)। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
স্থানীয়রা জানান, গোপালগঞ্জগামী দোলা পরিবহনের একটি যাত্রিবাহী বাস ঢাকা থেকে ছেড়ে আসে। মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজি বাইকের ওই দুই যাত্রী নিহত হন। সংঘর্ষের পর দোলা পরিবহনের বাসটিতে আগুন লেগে যায়। এতে ওই গাড়ির বেশ কিছু ক্ষতি হয়। পরে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজধানীর মুগদার এলাকায় চলন্ত মোটরসাইকেল ট্রাকের পেছনে ধাক্কা লেগে মো. ইমন খন্দকার নামে চালক নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরোহী ফারুক হোসেন। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
তারা দুজনেই ট্রাক মালিক। তাদের বাসা দক্ষিণ মান্ডা এলাকায়।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহতের বন্ধু মোশাররফ হোসেন বলেন, তাদের কাজ চলছে ডেমরা কোনাপাড়া এলাকায়। তারা মান্ডা থেকে ডেমরা কাজের ট্রাকের খোঁজ নিতে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি থামানো ট্রাকের পেছনে ধাক্কা খায় মোটরসাইকেলটি।
তিনি আরও বলেন, সে সময়ে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ইমন, পেছনে ছিলেন ফারুক। দুর্ঘটনার সংবাদ শুনে এগিয়ে দেখতে পাই, গুরুতর আহত ব্যক্তি আমার বন্ধু। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।
এর সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচু মিয়া বলেন, ইমনের লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আহত ফারুক চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত