চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা মাহবুবুর রহমান মহাবুলকে (৫০) এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে হেলমেট পরিহিত এক দৃর্বৃত্ত।
শনিবার (১৮ জানুয়ারি) রাত পৌনে আটটার দিকে উপজেলার আলমডাঙ্গা শহরের কাপড়পট্টি (তাতি শেড) এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা ছুটে আসলে হেলমেট পরিহিত এক দৃর্বৃত্ত পালিয়ে যায়। এরপর উপজেলা বিএনপির নেতাকর্মী ও তার পরিবারের সদস্যরা ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মহাবুলকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
রক্তাক্ত জখম মাহবুবুর রহমান মহাবুল, আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও একই ইউনিয়নের হাড়গাড়ি গ্রামের মৃত মৃত মাহাতাব মালিতার ছেলে। এছাড়া তিনি আলমডাঙ্গা উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান মাসুদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীকে চিহ্নিত করে দ্রুত আটকে জোর অভিযান অব্যাহত রয়েছে।
আহত মাহবুবুর রহমান মহাবুল বলেন, আমি সন্ধ্যার পর তাতি শেড এলাকায় আমার ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সেক্রেটারির সাথে চা-বিস্কুট খাচ্ছিলাম ও কথা বলছিলাম। হঠাৎ হেলমেট পরিহিত একজন আমার পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দিতে থাকে। পরে আমার কিছু মনে নেই।
স্ত্রী জেসমিন নাহার বলেন, আমার আমার স্বামীর কোনো শত্রু নেই। কিন্তু কারা এই হামলা করলো কিছুই বুঝতে পারছি না।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, তার ডান হাতের দুটি জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সেলাই দেওয়া হয়েছে। এছাড়া শরীরের দু-এক জায়গায় খুব সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে রোগীকে ভর্তি রেখেছি।