ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের একটি টিস্যু ব্যাগ কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
শনিবার (২৮ জুন) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুলকুটিয়া বেগুনবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
আগুন লাগার পরপরই খবর পেয়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কাজল মিয়া।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।’
কারখানার মালিকপক্ষের ভাষ্যমতে, আজ সকাল ১১টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা।
আরও পড়ৃুন: পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত স্ক্র্যাপ ইয়ার্ডে অগ্নিকাণ্ড