ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে এক নারী ও তার ছেলেকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পরে ওইদিন রাতেই পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের পশ্চিম ভবানীপুর সীমান্তের শূন্য রেখায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেওয়া হয়।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট সীমান্তের ৩৩৩/২ এস পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— জেলার রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর গ্রামের নিরলা রায় (৪৪) ও তার ছেলে আকাশ রায় (২২)।
আরও পড়ুন: পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ আটক ৮
বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশকালে মা-ছেলে আটক হয়। বিষয়টি জানার পর তাদের ফেরত চায় বিজিবি। পরে সন্ধ্যায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর রাতে তাদের ফেরত দেয় বিএসএফ।
পতাকা বৈঠকে চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মনিরউদ্দীন এবং বিএসএফের পক্ষে পরিদর্শক শরৎ চক্রবর্তী উপস্থিত ছিলেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘মা ও ছেলেকে থানায় সোপর্দ করেছে বিজিবি। সেইসঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে তাদের নামে থানায় মামলা করেছে বিজিবি।’