সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ধর্ষণ, ছিনতাই, খুন ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ফের শহীদ মিনারে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে ‘সারাদেশে ধর্ষণ চলে, ইন্টেরিম কি করে’; ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’; ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘ছিনতাইকারীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’; ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ এসব স্লোগান দিতে শোনা যায়।
শিক্ষার্থীরা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। দেশে আইনের শাসন শূন্যের কোটায় চলে এসেছে। গত ৪৮ ঘণ্টায় ১৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এতে আমরা শিক্ষার্থীরা চরম আতঙ্কে দিন পার করছি।
এ সময় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় না আনলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমতা থেকে নামানোর হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ইতিহাস বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী নিবিড় ভূঁইয়া বলেন, ‘সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। রাস্তাঘাটে সবসময় চাঁদাবাজি, ছিনতাই, খুন ও ধর্ষণের ঘটনা ঘটছে, আমাদের দেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।’
আরও পড়ুন: কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল
তিনি বলেন, ‘আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে হুঁশিয়ার করে বলতে চাই, দেশে যেভাবে আইন লঙ্ঘিত হচ্ছে, এভাবে চলতে থাকলে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে উপস্থিত হবে।’
নৃবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ‘বিগত সরকারের আমলে আমরা দেখেছি ছাত্রলীগ কীভাবে দেশে হত্যা, খুন, ছিনতাই ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা আত্মগোপনে চলে গেলেও দেশে এসব অপকর্ম থেমে নেই।’
তিনি বলেন, ‘আমরা সরকারকে বলতে চাই দেশে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে হবে। নইলে, এই জাহাঙ্গীরনগর থেকেই আমরা কঠর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হব।’
প্রত্নতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সজীব তালুকদারের সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা।