আসন্ন রমজানে ব্যাংকে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে। তবে ব্যাংকের অন্যান্য কাজকর্ম চলবে বিকাল ৪টা পর্যন্ত।
বর্তমানে ব্যাংক খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর মধ্যে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গ্রাহকরা সেবা বা লেনদেন করতে পারেন।
আরও পড়ুন: সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রয়েছে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর
রোজা ও ঈদ শেষ হওয়ার পর আগের সূচিতে ফিরবে ব্যাংকগুলো।
এছাড়া সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। মাঝখানে সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।