হবিগঞ্জে বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ধরে দিনমজুর ছাবু মিয়াকে হত্যার ঘটনায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ এ কে এম কামাল উদ্দিন এই দণ্ড দেন। ১৬ বছর পর এই হত্যাকাণ্ডের রায় দেন আদালত।
আসামিরা হলেন— মাধবপুর উপজেলার বার চান্দুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এমরান মিয়া, মারাজ মিয়ার ছেলে সোলেমান, মৃত হরমুজ আলীর ছেলে জাহেদ মিয়া ও মুরাদপুর গ্রামের মৌলা মিয়া ছেলে আবুল। তারা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
সাজা দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি মারাজ মিয়ার মৃত্যু হওয়ায় অব্যাহতি পেয়েছেন।
আরও পড়ুন: কিশোরীকে ‘ধর্ষণের পর হত্যা, নানা-নানীকে কুপিয়ে জখম
আদালত সূত্র জানায়, মাধবপুরের বার চান্দুরা গ্রামের লাল মিয়ার ছেলে দিনমজুর ছাবু মিয়াকে ২০০৯ সালের ১৩ এপ্রিল বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আসামিরা খুন করেন। এরপর গ্রামের একটি জঙ্গলে লাশ ফেলে রাখে। পরদিন তার স্বজনরা লাশ খুঁজে পায়। এ ব্যাপারে ছাবু মিয়ার ভাই হাফিজ মিয়া ৩ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন।
মাধবপুর থানার এসআই আলমগীর তদন্ত শেষে ওই বছরের ২১ মে তারিখে ৫ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। ১৩ জনের সাক্ষী শেষে বিচারকিআজ (বুধবার) রায় দেন।