ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ উত্তর প্রদেশের একটি হোটেল থেকে চার শিশু ও তাদের মাসহ একই পরিবারের পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) রাজ্যের রাজধানী লখনউতে ঘটনাটি ঘটেছে। নিহতদের মধ্যে ৯ ও ১৬ বছর বয়সী দুই নাবালকও রয়েছে।
পুলিশ সূত্রে খবর, মৃত শিশুদের এক ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে খুনের দায়ে নিহতের হাতের কব্জি কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
লখনউ থেকে ৩৫০ কিলোমিটার দূরে আগ্রা শহরের বাসিন্দা ওই পরিবার।