গতদিনের পতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। বেশিরভাগ কোম্পানির দাম বাড়ার পাশাপাশি বেড়েছে সার্বিক লেনদেন।
দিনের প্রথম ঘণ্টায় লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শুরু হয়েছে সূচকের উত্থান দিয়ে, যা বজায় ছিল লেনদেন শেষ হওয়া অবধি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৭ এবং ব্লু-চিপ ডিএস-৩০ বেড়েছে ৬ পয়েন্ট।
লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৬, কমেছে ১৫৬ এবং অপরিবর্তিত আছে ৬৪ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসাবে ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরিতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ৯৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪১, কমেছে ৪২ এবং অপরিবর্তিত আছে ১৬ কোম্পানির শেয়ারের দাম।
লেনদেন হওয়া মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম পরিবর্তন হয়নি বেশিরভাগ কোম্পানির। দাম বেড়েছে ১৪ এবং কমেছে ৬ কোম্পানির শেয়ারের।
ব্লক মার্কেটে ৩৪ কোম্পানির ৫৩ লাখ শেয়ার ২৩ কোটি ৩৭ লাখ টাকায় বিক্রি হয়েছে। এরমধ্যে রেনাটা পিএলসির ৫৮ হাজার শেয়ার সর্বোচ্চ ৩ কোটি টাকায় বিক্রি হয়েছে।
একদিনের লেনদেনে সর্বোচ্চ ৯ দশমিক ৬৫ শতাংশ দাম বেড়ে ডিএসইর শীর্ষ শেয়ারে জায়গা করে নিয়েছে শাইনপুকুর সিরামিকস। বিপরীতে ৫ শতাংশ দাম কমে তলানিতে আছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
আরও পড়ুন: চনমনে মেজাজে লেনদেন চলছে পুঁজিবাজারে
সারাদিনে ডিএসইতে মোট ৪৪৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা রোববার (১৬ ফেব্রুয়ারি) ছিল ৪১৫ কোটি টাকা।
চট্টগ্রামেও উত্থান
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৭১ পয়েন্ট। লেনদেন হওয়া ১৯৩ কোম্পানির মধ্যে ৮৩ কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৭০ এবং অপরিবর্তিত আছে ৩৫ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে একদিনে মোট ২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ১০ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড। অন্যদিকে ৯ শতাংশের ওপরে দাম কমে তলানিতে সমরিতা হাসপাতাল লিমিটেড।