খুলনার রূপসায় মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। রাত পৌনে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরিফ নামের এক মাংস ব্যবসায়ী। তিনি খুলনা সদর থানাধীন মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, খুলনা সদর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর পুত্র মাংস ব্যবসায়ী আরিফের সাথে রূপসা উপজেলার সেনের বাজার এলাকার কসাই রুবেলের আর্থিক লেনদেন রয়েছে।
আরও পড়ুন: ছিনতাইকারী সন্দেহে গাজীপুরে যুবককে পিটিয়ে হত্যা
গতকাল সন্ধ্যা সাড়ে ৮টার দিকে তিনি মাংস বিক্রির পাওনা আড়াই লাখ টাকা চাইতে সেনের বাজারে রুবেলের দোকানে আসেন। টাকা চাওয়া নিয়ে রুবেল এবং আরিফের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে রুবেল দোকানে থাকা ধারালো চাপাতি দিয়ে আরিফের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি মারাত্মকভাবে জখম হয়ে যান।
এ সময় স্থানীয়রা আরিফকে উদ্ধার করে দ্রুত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে আরিফ মারা যান বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র উভয়পক্ষের সংঘর্ষে শাহীনসহ আরও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। রূপসার আইচগাতি ক্যাম্প ইনচার্জ এস আই শরিফুল ইসলাম হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।