চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার একটি ভবনের চতুর্থ তলায় চুলার গ্যাস লিকেজে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
শনিবার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে সেহেরির খাবার গরম করার সময় গ্যাসের চুলা লিকেজ হয়ে এই দুর্ঘটনার শিকার হন পরিবারটি।
দগ্ধরা হচ্ছেন—বড় স্টেশন মাছ ঘাটের ব্যবসায়ী আবদুর রহমান (৫০), তার মা খাদিজা (৬০), স্ত্রী শানু (৪০), ছোট ছেলে মাহিন (১৬), ইমাম হোসেন (৩০) এবং ছেলের বউ নুসরাত নিবা (১৬) ।
পাশের ফ্ল্যাটের কলেজ শিক্ষার্থী জিহান ও তার মা কুলসুমা বেগম জানান, ভোররাত সাড়ে ৪টার দিকে সেহরির জন্য খাবার গরম করার জন্য চুলা জ্বালানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের ফ্ল্যাটের লোকজন দিগ্বিদিক ছুটতে থাকেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৮
বাড়ির মালিক জাকির হোসেন জানান, ‘বিস্ফোরণে শোয়ার দুটি খাট পুড়ে যায়, রুমগুলো অন্ধকার হয়ে যায়। দ্রুত ঘরের ভিতরের সবাই দরজা ভেঙে বের হয়ে আসেন। আশপাশের লোকজন দ্রুত গ্যাস লাইন বন্ধ করে দেন ও দগ্ধদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গুরুতর দগ্ধ চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন জরুরি বিভাগের চিকিৎসক হাসান ফয়সল হোসেন ও হাসপাতালের সুপার ডা. মাহবুবুর রহমান।
তিনি বলেন, ‘ঢাকায় পাঠানো চারজনের শরীর প্রায় ৬০ ভাগ পুড়ে গেছে। তবে এরা শঙ্কামুক্ত নন।’