কক্সবাজারের টেকনাফে ১৯ বনকর্মীকে অপহরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে টেকনাফ জাদিমুড়ার পশ্চিমে এই অপহরণের ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন- আইয়ুব খান, আইয়ুব আলী, আনসার উল্ল্যাহ, আয়াত উল্ল্যাহ, সামছু, ইসলাম, সামছু, ইসমাইল, মোহাম্মদ হাসিম, নূর মোহাম্মদ, সৈয়দ আমিন, সফি উল্ল্যাহ, আইয়ুব, মাহাতা আমিন, সাইফুল ইসলাম, সৈয়দ ও রফিক। বাকি দুইজনের নাম পাওয়া যায়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বনবিভাগের ১৯ জন কর্মী সকালে পাহাড়ে কাজ করতে যায়। এ সময় তাদের কিছু লোক ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’
আরও পড়ুন: অপহরণের ২ দিন পর মুক্তি পেলেন টেকনাফের ৭ কৃষক ও ২ রোহিঙ্গা
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, ‘অপহরণের শিকার বনবিভাগের ১৯ জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আছে।’