নরসিংদীর মাধবদী বাজারের মুড়িপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে যাওয়ার দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা।
শুক্রবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের চেষ্টায় পাঁচ ঘণ্টা পর তা পুরোপুরো নিভিয়ে ফেলা সম্ভব হয়।
স্থানীয়রা জানান, আজ সকালে মাধবদী বড় মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দেওয়া হলে আশপাশের মানুষজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। এরপর ফায়ার সার্ভিসে খবর দিলে মাধবদী, নরসিংদী ও পলাশের ৫টি ইউনিট এসে প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে জানা যায়, আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে তা বাজারের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নিরলস চেষ্টায় প্রায় দুই ঘণ্টার পর সকাল ৭টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৯টার দিয়ে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়।
আরও পড়ুন: পটুয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৫ দোকান, ক্ষতি প্রায় ৩৫ লাখ টাকা
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে, যার মধ্যে ১০টি স্বর্ণের দোকানও রয়েছে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।