ফেনীর দাগনভূঞায় মো. আশরাফুল হাসান জাবেদ নামের এক ছাত্রদল নেতার বাড়ি থেকে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ককটেল তৈরির ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) দুপুরে বাড়ির নিজ শয়ন কক্ষ থেকে এসব সরঞ্জামাদি উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর সদস্যরা এই অভিযান চালান।
বিষয়টি যৌথবাহিনীর পক্ষ থেকে ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
মো. আশরাফুল হাসান জাবেদ ফেনীর দাগনভূঞা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক।
যৌথ বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, শনিবার সকালে ওই যুবকের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তার শয়নকক্ষের খাটের পাটাতনের নিচ থেকে এসব সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সুন্দরবনে আগুন, পানির উৎসের অভাবে নিয়ন্ত্রণে জটিলতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক সৌমেন মণ্ডল বলেন, ‘ওই ঘরে মাদক রয়েছে এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালাই। এ সময় আগ্নেয়াস্ত্র, গুলি এবং মাদক ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এর আগেই বিষয়টি টের ঘর ছেড়ে পেয়ে পালিয়ে যায় অপকর্মের হোতা মো. আশরাফুল হাসান জাবেদ। পরে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।’