নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় সড়ক অবরোধ করে মালিকপক্ষের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করেছেন পোশাক শ্রমিকরা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার নয়ামাটি এলাকার ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা মামলা তুলে নিয়ে হয়রানি বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেন। এসময় চাষাঢ়া সংলগ্ন এলাকায় বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ওই পোশাক কারখানার সুইং অপারেটর মিঠু চন্দ্র দাস বলেন,‘কিছুদিন পূর্বে একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের কারণে আমাদের শ্রমিকদের নামে মামলা দেওয়া হয়েছে। শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করছে। মাস্তানদের দিয়ে শ্রমিকদের ভয়ভীতি দেখাচ্ছে। সেই মামলা প্রত্যাহার করে পুলিশ ও মাস্তানদের হয়রানি বন্ধ করতে হবে।’
নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস ও সুয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এম এ শাহীন বলেন, ‘ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা তাদের কর্তৃপক্ষের সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন না। কথা বলতে গেলেই চাকরিচ্যুত করা হয়। প্রায় দুই শতাধিক শ্রমিকের গত মাসের বেতন এখনও দেয়নি।’
আরও পড়ুন: ‘দুই কোম্পানির সুবিধার্থে’ সড়কে দেওয়াল, ক্ষোভে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
তিনি আরও বলেন, ২৭ জন শ্রমিকের নামে মামলা দিয়ে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। এলাকার মাস্তানদের লেলিয়ে দিয়েছে। আজ হঠাৎ কোনো নোটিশ ছাড়া কারাখানা বন্ধ করে দিয়েছে। যার কারণে শ্রমিকরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে।
এ সময় শ্রমিকরা কারখানা খুলে দিতে ও মিথ্যা মামলা প্রত্যাহার করে পুলিশের হয়রানি বন্ধের দাবি জানান। তারা বলেন, সন্ত্রাসী দিয়ে তাদের ভয়ভীতি দেখানো বন্ধ করতে হবে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ইউরোটেক্স গার্মেন্টস ভাঙচুরের ঘটনায় গার্মেন্টস মালিক ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: সাভারে বেক্সিমকো শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ৩ গাড়িতে আগুন
ওই মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা আজ সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এর ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জ জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজীব চন্দ্র ঘোষ বলেন, গত ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন সময় ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা বিশৃঙ্খলা করে আসছিল। তাদের বিশৃঙ্খলার কারণে মালিকপক্ষ মামলা করে। আর তাই মামলা প্রত্যাহারের দাবিতে তারা রাস্তায় নেমেছে।