মাদরাসায় অধ্যয়নরত মা ও বাবাহারা এতিম-অনাথ ছাত্র-িছাত্রীদের মাঝে লিচু বিতরণ করেছেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। সোমবার (৫ মে) বেলা সাড়ে ১১টায় অফিসের কর্মচারীদের সঙ্গে নিয়ে তিনি সদর উপজেলার তিনটি মাদরাসায় লিচু বিতরণ করেন।
শারমিন বলেন, ‘মাদরাসায় অধ্যয়নরত এতিম-অনাথ ছাত্র ও ছাত্রীরা সমাজে নানাভাবে অবহেলিত। তাই পিতা-মাতাহারা এসব ছাত্র-ছাত্রীদের দুঃখ, কষ্টের কথা মনে করে ও তাদের সঙ্গে একসঙ্গে মিলেমিশ খাওয়ার জন্যই আমি তাদের মাঝে আমার বাসভবনে উৎপাদিত লিচু বিতরণ করেছি।’
উপজেলা পরিষদের নিজ বাসভবনে উৎপাদিত লিচু নিজে না খেয়ে এবং অফিসের কর্মচারীদের না দিয়ে মাদরাসার এতিম-অনাথদের দুঃখ, কষ্টের কথা ভেবে তিনি এই লিচু বিতরণ করেন।
বসুন্দিয়া ইউনিয়নের সিঙ্গিয়া এতিমখানা ও বানিয়ারগাতি দাখিল মাদরাসায় প্রথমে তিনি লিচু বিতরণ করেন। এ সময় তার সঙ্গে মাদরাসার শিক্ষক ও অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার ঝুমঝুমপুর ফজলুল উলুম কওমী মাদরাসা ও এতিমখানায় লিচু বিতরণ করেন।