যশোরে স্বর্ণের বার পাচারের অভিযোগে ময়নাল মোল্লা (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছে থাকা পাঁচটি স্বর্ণের বার জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ জুন) ভোরে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি দল। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটক ময়নাল মোল্লা ঢাকার মিরপুরের উত্তর সিটি করপোরেশনে ৯ নম্বর কোর্টবাড়ী এলাকার আজগর মোল্লার ছেলে।
বিজিবি জানায়, আটক ব্যক্তির জুতার সোলের ভেতরে বিশেষভাবে লুকানো ছিল স্বর্ণের বারগুলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়নাল মোল্লা জানিয়েছেন, ঢাকার গাবতলী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ওইসব স্বর্ণ।
আরও পড়ুন: জয়পুরহাট সীমান্তে ১ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, জব্দ করা স্বর্ণের ওজন ৫৮৫.৫৪ গ্রাম, যার আনুমানিক মূল্য ৮৬ লাখ ৭৭ হাজার ৭০২ টাকা। এ ছাড়া মোবাইলসহ মোট জব্দ করা সম্পদের মূল্য প্রায় ৮৭ লাখ ৭ হাজার ৭০২ টাকা।
আটক করা যশোর সদর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলেও জানান তিনি।