রাজধানীর শাহজাদপুরের বাঁশতলা এলাকার সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ আরিফ বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। দুপুর ১টা ৪মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আরও পড়ুন: গাজীপুরে ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যুর অভিযোগ, যানবাহনে আগুন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের (এফএসসিডি) মিডিয়া কর্মকর্তা তালহান বিন জসিম বলেন, ‘আগুনে চারজন নিহত হয়েছেন। সব লাশ ভবনের ছয় তলায় পাওয়া গেছে, একটি বাথরুমের ভিতরে, তিনটি সিঁড়ির গোড়ায়। সিঁড়ির দরজা তালা মারা ছিল।’
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। আগুনের ঘটনায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকায় চলাচলরত সাধারণ মানুষ।