সাভারে স্টিম বুসার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। এরা হলেন—ওলিউর রহমান ও হয়জুদ্দিন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার রহিম আফরোজ কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, রাজধানী ঢাকা মেট্রো নেট বাংলাদেশ থেকে মালামাল নিয়ে একটি গাড়ি সাভারে রহিম আফরোজ কারখানায় আসে। পরে দুপুরে কারখানার ভিতরে মালামাল নামানোর সময় হঠাৎ ফায়ার স্টিম বুসার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হন।
আরও পড়ুন: কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত ১
পুলিশ ঘটনাস্থলে এসে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। কারখানা কতৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ‘বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’