মাগুরায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল চলাকালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিক্ষোভকারীদের রোষানলে পড়েছেন এক যুবক। মারধরের পাশাপাশি তার মোটরসাইকেলটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা।
রবিবার (২৩ মার্চ) দুপুরে মাগুরা শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ইউসুফ নামের ওই যুবককে জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশে দেয় সেনাসদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাগুরা শহরে আজ বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষের লোকজন। এ সময় ইউসুফ নামের ওই যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভকারীরা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে একটি দোকানে খুঁজে পেয়ে তাকে সেখানে থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে পিটুনি দেওয়া শুরু করেন তারা।
আরও পড়ুন: খুলনায় হাজতির প্রহারে এসআই আহত
এ নিয়ে শহরে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তবে তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাবাহিনীর সহায়তায় ওই যুবককে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সেনা সদস্যরা ইউসুফকে পুলিশের হাতে সোপর্দ করলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে সদর থানায় নেওয়া হয়। বিক্ষুব্ধরা মাগুরা সরকারি কলেজের সামনে থেকে তার মোটরসাইকেলটি পুড়িয়ে দিয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।