রিয়াল বেতিস, আথলেতিক বিলবাও ও রিয়াল সোসিয়েদাদ—লা লিগার অন্যতম শক্তিধর এই তিন দলের বিপক্ষে একই সপ্তাহে ম্যাচ ছিল যথাক্রমে রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার। রিয়াল মাদ্রিদ এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হওয়ার পর সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে আতলেতিকো। এরপর নিজেদের ম্যাচে প্রতিপক্ষ শুরুতেই দশজনের দলে পরিণত হলে কাজ সারতে মোটেও বেগ পেতে হয়নি কাতালান জায়ান্টদের।
রবিবার কাতালুনিয়ার অলিম্পিক স্টেডিয়ামে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা।
ম্যাচের মিনিট পনেরো পরই লাল কার্ড দেখে সোসিয়েদাদ অধিনায়ক আরিৎস এলুস্তোন্দো মাঠ ছাড়লে ম্যাচ থেকেই ছিটকে যায় দলটি। এরপর ২৫ ও ২৯তম মিনিটে ফুলব্যাক জেরার্দ মার্তিন ও মিডফিল্ডার মার্ক কাসাদোর গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ৫৬ ও ৬০তম মিনিটে বাকি গোলদুটি করেন রোনাল্দ আরাউহো ও রবের্ট লেভানডোভস্কি।
এই জয়ে ২৬ ম্যাচে ১৮ জয় ও তিন ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে ফের টেবিলের শীর্ষস্থান দখর করল হান্সি ফ্লিকের শিষ্যরা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নেমে গিয়েছে আতলেতিকো মাদ্রিদ। আর ৫৪ পয়েন্ট নিয়ে তিনে নেমেছে রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন: আর্জেন্টাইন স্পাইডারম্যানের গোলে শীর্ষে উঠল আতলেতিকো মাদ্রিদ
এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে এগিয়ে যায় সোসিয়েদাদ। তবে সার্জিও গোমেসের সেই গোল বার্সেলোনার অফসাইড ফাঁদে পড়ে বাতিল হয়ে যায়।
ত্রয়োদশ মিনিটে নিজেদের বক্সের মধ্যে ডিফেন্ডারদের সঙ্গে ওয়ান-টু করার মাঝে ছুটে গিয়ে সোসিয়েদাদ গোলরক্ষককে চেপে ধরেন পেদ্রি, সফলও হন তিনি। তবে শেষ পর্যন্ত বল ক্রসবারের উপর দিয়ে জালের ওপর গিয়ে পড়ে।
ষোড়শ মিনিটে আরও একবার বার্সার ডিফেন্স ভেঙে ভয়চিয়েখ স্টান্সনিকে পরাস্ত করেন ওরি ওস্কারসন, তবে সেবারও অফসাইড ফাঁদ এড়াতে পারেননি তিনি।
এর পরের মিনিটেই পাল্টা আক্রমণে ওঠা দানি অলমোকে পেছন থেকে টেনে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন সোসিয়েদাদ ডিফেন্ডার আরিৎস এলুস্তোন্দো। ভিএআর রিভিউতেউ লাল কার্ড বহাল থাকলে দলকে বিপদে ফেলে মাঠ ছাড়েন দলটির অধিনায়ক।