প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ জয়বঞ্চিত থেকে খানিকটা তেঁতে ছিল আর্সেনাল। এরপর চ্যাম্পিয়ন্সি লিগে পিএসভি আইন্ডভোনকে পেয়ে যেন সব ক্ষোভ উগরে দিল মিকেল আর্তেতার দল। আর এতে করে বিরল এক রেকর্ড গড়েছে নর্থ লন্ডনের ক্লাবটি।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আইন্ডহোভেনের ফিলিপস স্টেডিয়ামে খেলতে গিয়েছিল আর্সেনাল। মাঠে নেমে স্বাগতিক দলটিকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে তারা।
এর ফলে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে নকআউট পর্বে অ্যাওয়ে ম্যাচে ৭ বা তার বেশি গোল করার কীর্তি গড়ল গানাররা।
এই ম্যাচে জোড়া গোল করেছেন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড। এছাড়া একবার করে জালের দেখা পেয়েছেন ইউরিয়েন টিম্বার, ইথান নোয়ানেরি, মিকেল মেরিনো, লিয়ান্দ্রো ত্রোসা ও রিকার্দো কালাফিওরি।
আরও পড়ুন: আতলেতিকোর অপরাজেয় যাত্রা থামিয়ে ‘মাইলফলক’ রাঙাল রিয়াল
ম্যাচের শুরু থেকেই এদিন বড় স্কোর গড়ার ইঙ্গিত দিচ্ছিল আর্সেনাল। এর ধারাবাহিকতায় দ্বাদশ মিনিটে ডেকলান রাইস গোল পেলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।
এরপর ষোড়শ মিনিটে দারুণ একটি সুযোগ তৈরি করে পিএসভি, কিন্তু আট গজ দূর থেকে ইসমাইল সাইবারির নেওয়া শটটি ক্রসবারে লাগে।
পিএসভির ওই আক্রমণের পরই যেন দলটিকে শাস্তি দেয় আর্সেনাল। ১৮ ও ২১তম মিনিটে টিম্বার ও নোয়ানেরির দুই গোলে এগিয়ে যায় তারা।
এরপর ৩১তম মিনিটে মেরিনো আর্সেনালের তৃতীয় গোলটি পাওয়ার পর প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগে লুক ডি ইয়ংকে বক্সের মধ্যে ফেলে দিয়ে স্বাগতিকদের পেনাল্টি দিয়ে বসেন থমাস পার্তি। ৪৩তম মিনিটে তা থেকে পাওয়া স্পট কিকে এক গোল পরিশোধ করে স্কোরলাইন ৩-১-এ রেখে বিরতিতে যায় পিএসভি।