ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় স্থানীয় সাংবাদিক আরিফ সম্রাটের ওপর মব সৃষ্টি করে হামলা ও জনসম্মুখে লাঞ্চিত করার পর হত্যার হুমকি দেওয়া অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রভাবশালীদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ নেতা হাজী মনজুর ইসলাম (৪৫), হাজী মনির হোসেন (৫২), নাজির হোসেন (৩৮), সৈকত আহমেদসহ (২৬) ৮-১০ জন মিলে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটান। তারা আরিফকে একা পেয়ে তার মোটরসাইকেল থামিয়ে মব সৃষ্টি করে জনসম্মুখে লাঞ্ছিত করার পর হত্যার হুমকি দেন।
আরিফ বলেন, তিনি অভিযুক্তদের বিরুদ্ধে পরপর দুটি নিউজ কারায় তারা ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।
এদিকে, প্রত্যক্ষদর্শীরা ওই ঘটনার ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এ ঘটনা স্থানীয়দের মাঝে আলোচনার জন্ম দিয়েছে।
কেরানীগঞ্জ প্রেসক্লাব ও ঢাকা জেলা প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, বিষয়টি আমরা গভীরভাবে তদন্ত করছি। এ ঘটনায় জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।