মব সৃষ্টি
কেরানীগঞ্জে মব সৃষ্টি করে সাংবাদিককে লাঞ্ছিত কারার অভিযোগ
ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় স্থানীয় সাংবাদিক আরিফ সম্রাটের ওপর মব সৃষ্টি করে হামলা ও জনসম্মুখে লাঞ্চিত করার পর হত্যার হুমকি দেওয়া অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রভাবশালীদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ নেতা হাজী মনজুর ইসলাম (৪৫), হাজী মনির হোসেন (৫২), নাজির হোসেন (৩৮), সৈকত আহমেদসহ (২৬) ৮-১০ জন মিলে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটান। তারা আরিফকে একা পেয়ে তার মোটরসাইকেল থামিয়ে মব সৃষ্টি করে জনসম্মুখে লাঞ্ছিত করার পর হত্যার হুমকি দেন।
আরিফ বলেন, তিনি অভিযুক্তদের বিরুদ্ধে পরপর দুটি নিউজ কারায় তারা ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।
এদিকে, প্রত্যক্ষদর্শীরা ওই ঘটনার ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এ ঘটনা স্থানীয়দের মাঝে আলোচনার জন্ম দিয়েছে।
কেরানীগঞ্জ প্রেসক্লাব ও ঢাকা জেলা প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, বিষয়টি আমরা গভীরভাবে তদন্ত করছি। এ ঘটনায় জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
৯৬ দিন আগে
নুরুল হুদাকে গ্রেপ্তার ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদার গ্রেপ্তারকে কেন্দ্র করে ‘মব’ সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে অন্তবর্তী সরকার।
রবিবার (২২ জুন) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুকে পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আজ ২২ জুন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেপ্তার করে। এসময় ‘মব’ কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে।
আরও পড়ুন: সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা আটক
সরকার দেশের সকল নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানাচ্ছে। অভিযুক্ত সব ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয় ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবেন।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তির ওপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। ‘মব’ সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে আইনশৃঙ্খলাবাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সব নাগরিককে সহনশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ জানিয়েছে সরকার।
১৬৫ দিন আগে