করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেওয়া হয়েছে।
এতে বলা হয়, এই সময়ে নতুন করে কারও শরীরে করোনা শনাক্ত হয়নি। তবে নমুনা পরীক্ষা করা হয়েছে ২১৮ জনের। চলতি বছরের জানুয়ারি থেকে এই রোগটিতে আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ রোগী।
দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ২২০ জন। মারা গেছেন ২৯ হাজার ৫২৬ জন।
আরও পড়ুন: করোনায় সংক্রমণমুক্ত দিন পার
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।