বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চান মিয়া ফকির (৭৫) এবং সন্ধ্যায় গোসাই দাস (৭০) নামের এই দুজনের মৃত্যু হয়।
চান মিয়া সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা এবং গোসাই দাস বরগুনা পৌরসভার শহীদ স্মৃতি সড়কের বাসিন্দা ছিলেন।
চান মিয়ার মেয়ে কুলসুম জানান, ‘তিনদিন আগে বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে প্লাটিলেট পরীক্ষায় দেখা যায় তা ৬৪ হাজারে নেমে এসেছে। দুপুরেই বাবা মারা যান।’
বরগুনা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ‘রেফার করার পরও স্বজনরা রোগীদের বরিশালে না নিয়ে যাওয়ায় তাদের অবস্থার আরও অবনতি ঘটে এবং মৃত্যু হয়।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলম বলেন, ‘দুজনই বয়স্ক ছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে বরিশালে পাঠানোর পরামর্শ দেওয়া হলেও তারা এখানেই থেকে যান।’
আরও পড়ুন: করোনার চোখ রাঙানি: পর্যটকপ্রিয় রাঙ্গামাটিতে স্বাস্থ্য বিভাগের ব্যাপক প্রস্তুতি
বরগুনা জেনারেল হাসপাতাল সূত্র জানায়, ‘বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৭২ জন, যার মধ্যে ৩১ জন শিশু।’
বরগুনাবাসী এবং বিভিন্ন সামাজিক সংগঠন এই পরিস্থিতিকে ‘স্বাস্থ্য ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতা’ বলে আখ্যা দিয়েছেন। স্থানীয়রা বলছেন, পর্যাপ্ত চিকিৎসক, নার্স এবং ডেঙ্গু প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় ঝরে পড়ছে মূল্যবান প্রাণ।