নতুন ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ৯৫৬ কোটি টাকা। এটি চলতি অর্থবছরের তুলনায় দ্বিগুণেরও বেশি।
সোমবার (২ জুন) বিকাল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার-এর মাধ্যমে জাতির উদ্দেশে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশের সময় এসব তথ্য জানান।
ইসির জন্য প্রস্তাবিত মোট বরাদ্দের মধ্যে ২ হাজার ৭২৭ কোটি টাকা পরিচালন ব্যয় ও ২২৯ কোটি টাকা উন্নয়ন কার্যক্রমের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
নতুন অর্থবছরের মূল বাজেটে নির্বাচন কমিশনের পরিচালন ব্যয় ৭৯৩ কোটি টাকা রাখা হয়েচে, যা আগের অর্থবছরে ছিল ৭১৬ কোটি টাকা। সে তুলনায় এবারের পরিচালন ব্যয়ের বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই বাজেট বৃদ্ধিকে আসন্ন জাতীয় নির্বাচনের ব্যয় মেটানোর প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে।
আরও পড়ুন: বাজেটে দাম বাড়তে পারে যেসব পণ্যের
সম্প্রতি জাপান সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, জাতীয় নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।
সেই অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৫-২৬ অর্থবছরেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে ইসি নির্বাচন পরিচালনা ও ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছিল।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাজেট ছিল ২ হাজার ২৭৬ কোটি টাকা। আর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরাদ্দ ছিল ৭০০ কোটি টাকা।