মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় রনি নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল বাংলাদেশ সময় সাড়ে ১০ টার দিকে মালয়েশিয়ার শ্রীরামবাং শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি(৩৫) যশোরের শার্শার উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি বেলতলা গ্রামের মাহমুদ সরদারের ছেলে।
নিহতের পারিবার সূত্রে জানা যায়, আড়াই বছর আগে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে প্রবাস জীবন শুরু করেন রনি। শুরু থেকে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন সকালে নির্ধারিত ভবনে কাজের সময় একটি ক্রেনের চেইন ছিড়ে রনি চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান। তার এক সহযোগী শ্রমিক ফোনে বাংলাদেশে তার পরিবারকে বিষয়টি জানায়।
কায়বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন জানান, রনি আড়াই বছর যাবৎ মালয়েশিয়ায় কাজ করছেন। আজ সকালে তার মৃত্যুর সংবাদ পেয়েছি। তার লাশ দ্রুত দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে দাবি জানাচ্ছি।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে লাশ দ্রুত দেশে নিয়ে আসার জন্য উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।