যুবকের মৃত্যু
ডেমরায় ইলেকট্রিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ঢাকার ডেমরার সারুলিয়া এলাকায় একটি বাসায় ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার(২৯ আগষ্ট) দুপুর দেড়টার সময় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পড়ুন: রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সংগীত শিল্পীর মৃত্যু
ইমনের স্ত্রী শিল্পী আক্তার জানান, দুপুরের দিকে একটি বাসায় ইমন ইলেকট্রিকের কাজ করতে যায়। ওই বাড়িতে বিদ্যুতের লাইন জোড়া লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার স্বামী আর বেঁচে নেই।
তিনি আরও জানান, আমরা বর্তমানে ডেমরা সারুলিয়া সারুলিয়া এলাকায় থাকি। তার বাড়ি সিলেট জেলার সদর থানার লাকাইদ এলাকায়। সে ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
৯৭ দিন আগে
ঠাকুরগাঁওয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউক্যালিপটাস গাছ থেকে পড়ে রাজু আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার রাতোর ইউনিয়নের ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু আহমেদ ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রাসেল রানা মিন্টু রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে এক বিষয়ে পরীক্ষা দিলেও তিন বিষয়ে ফেল!
নিহতের চাচাতো ভাই ফয়জুল ইসলাম জানান, রবিবার দুপুরে রাজু বাগানে থাকা একটি ইউক্যালিপটাস গাছের বাঁকা ডাল সোজা করতে গাছে ওঠেন। কাজ করার একপর্যায়ে গাছের একটি মগডাল ভেঙে গেলে তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান এবং নিচে রাখা একটি কোদালের হাতল তার পেটে ঢুকে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, গাছ থেকে পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি জেনেছি। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।
১৩৭ দিন আগে
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, রেললাইন অবরোধ
চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর রেলগেটে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুলাই) বিকাল অনুমানিক ৪টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলসহ ওই যুবক ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনের ইঞ্জিনে আটকে মোটরসাইকেলটি প্রায় ১ কিলোমিটার দূরে নিয়ে যায়।
এদিকে, তাৎক্ষণিকভাবে রেলগেটে গেটম্যানের দাবিতে দুর্ঘটনাকবলিত লাইনটি অবরোধ করেন স্থানীয়রা। সেই লাইনে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি প্রায় এক ঘণ্টা আটকে থাকে রেললাইন অবরোধের কারণে। এতে খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: দিনাজপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এখানে রেলগেটে গেটম্যানের দাবিতে কয়েকশ মানুষ ট্রেন অবরোধ করেছেন। তাৎক্ষণিকভাবে গ্যাটম্যানের দাবি করেছে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
১৪৯ দিন আগে
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় শার্শার যুবকের মৃত্যু
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় রনি নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল বাংলাদেশ সময় সাড়ে ১০ টার দিকে মালয়েশিয়ার শ্রীরামবাং শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি(৩৫) যশোরের শার্শার উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি বেলতলা গ্রামের মাহমুদ সরদারের ছেলে।
নিহতের পারিবার সূত্রে জানা যায়, আড়াই বছর আগে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে প্রবাস জীবন শুরু করেন রনি। শুরু থেকে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন সকালে নির্ধারিত ভবনে কাজের সময় একটি ক্রেনের চেইন ছিড়ে রনি চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান। তার এক সহযোগী শ্রমিক ফোনে বাংলাদেশে তার পরিবারকে বিষয়টি জানায়।
কায়বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন জানান, রনি আড়াই বছর যাবৎ মালয়েশিয়ায় কাজ করছেন। আজ সকালে তার মৃত্যুর সংবাদ পেয়েছি। তার লাশ দ্রুত দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে দাবি জানাচ্ছি।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে লাশ দ্রুত দেশে নিয়ে আসার জন্য উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।
পড়ুন: মালয়েশিয়ায় নারী কর্মী নিয়োগে প্রতারণার বিষয়ে সতর্কতা
১৫২ দিন আগে
শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে যুবকের মৃত্যু
রাজশাহীর বাগমারা উপজেলায় শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মমিন (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আবদুল মমিন ওই একই গ্রামের বাসিন্দা ছিলেন।
শনিবার (১৪ জুন) সকালে উপজেলার মোহনপুর গ্রামের একটি পোলট্রি খামার থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, গতকাল শুক্রবার রাতের কোনো এক সময়ে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘মানসিকভাবে অসুস্থ মমিন প্রায়ই রাতের বেলায় একা একা ঘুরতে বের হতেন। শুক্রবার (১৩ জুন) রাতেও খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।’
সকালে স্থানীয়রা খামারের পাশে একটি বৈদ্যুতিক তারে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে বাগমারা থানার একটি দল গিয়ে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: নিজের তৈরি শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল বৃদ্ধের
পোলট্রি খামারের মালিক ইউসুফ আলী বলেন, ‘ঈদের আগে এলাকায় শিয়ালের উপদ্রব বেড়ে যায়। প্রতি রাতেই খামারে হামলা দিয়ে মুরগি খায় প্রাণীগুলো। এক দিনে ৫০টি মুরগি পর্যন্ত খেয়েছে শিয়াল। এ জন্য খামারের পাশে খোলা তার দিয়ে রাত ১২টার পর থেকে শিয়াল মারার ফাঁদ পেতে রাখতেন।’
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।’
১৭৩ দিন আগে
সিলেটে ট্রাকচাপায় যুবকের মৃত্যু
সিলেটে ট্রাকচাপায় নাইম আহমদ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে সিলেটের শাহপরান থানাধীন পীরেরবাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নাইম শাহপরান থানাধীন দাসপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, নাঈম বাইসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। রাত ৯টার দিকে পীরেরবাজারে বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: রাজধানীতে সেনা অভিযানে ‘হিটলু বাবু গ্যাংয়ের’ ১০ গ্রেপ্তার
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘ট্রাকচালককে আটক করা যায়নি। ট্রাকটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রয়েছে। লাশের ময়না তদন্ত করা হবে।’
নিহতের পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
১৯৯ দিন আগে
কুমিল্লায় ট্রাকচাপায় যুবকের মৃত্যু
কুমিল্লা নগরীর টমছম সেতু রামমালা বাজারে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ইমন সরকার (২২) নামের একজন যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ইমন সরকার তার ভাই সুমন সরকারসহ এ রামমালা হলি ফ্যামিলি হাসপাতাল থেকে বের টমছম সেতুর দিকে যাচ্ছিল। পথে রামমালা পানির টাংকি মোড়ে রাস্তার পাশে দাঁড়ানো অটোর সঙ্গে ধাক্কা খেয়ে পিছন দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় সে। এ ঘটনায় নিহতের ভাই সুমন সরকার আহত হয়ে হলি ফ্যামিলিতে চিকিৎসাধীন।
আরও পড়ুন: সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেল অপর ট্রাকের চালক-হেলপারের
প্রত্যক্ষদর্শী শাহাদাৎ হোসেন বলেন, ‘প্রতিদিন রাস্তার এই অংশটায় আশেপাশের দোকানদাররা রাস্তার উপর ফলের ক্যারেট রেখে দেয় এবং অটো-মিশুক চালকরা রাস্তার অর্ধেক দখল করে রাখে। এতে রাস্তা সংকীর্ণ হয়ে যায়, আজকে সেই অটো-মিশুকের জন্যই এতোবড় দুর্ঘটনা।
আরেক প্রত্যক্ষদর্শী ওহাব মিয়া বলেন, ‘দোকানদারদের ডাক দিয়েও আমরা তাদেরকে রাস্তার উপর থেকে সরাতে পারি না। আজকের এই দুর্ঘটনার জন্য এখানকার অবৈধ দোকানদাররা দায়ী।
কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এএসআই হান্নান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে চলে আসি। নিহতের মৃতদেহ আমরা সেনাবাহিনীর উপস্থিতিতে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
২২৭ দিন আগে
নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ
নাটোরের নলডাঙ্গায় চোর সন্দেহে গণপিটুনিতে আব্দুল মান্নান নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার (১৯ জানুয়ারি) রাতে নলডাঙ্গা উপজেলার সমসখলসী গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে মহিষ চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২
স্থানীয়রা জানান, নলডাঙ্গায় মোমিনপুরে চোরের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিলে চোরের দল সেখান থেকে পালিয়ে যায়। পরে দলটি একই উপজেলার সমসখলসী গ্রামের হাসান আলী ও আফজাল হোসেনের লিজ নেওয়া পুকুরে মাছ চুরির উদ্দেশে গেলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেয়। সবাই পালিয়ে গেলেও মান্নানকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুকুর মালিকরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, চুরির অভিযোগে গণপিটুনিতে মান্নানের মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া চলছে।
৩১৮ দিন আগে
খাগড়াছড়িতে জিপগাড়ি উল্টে যুবকের মৃত্যু
খাগড়াছড়ি সদরের ভাই-বোনছড়া এলাকায় জিপগাড়ি উল্টে মনির হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ভাই-বোনছড়া ইউনিয়নের দুর্গম রাইন্যাবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মনির হোসেনে (২৪) ভাই-বোনছড়া ইউনিয়নের পূর্ব মুসলিম পাড়া এলাকার মো. সোলাইমানের ছেলে।
আরও পড়ুন: কমলগঞ্জে অটোরিকশা উল্টে ২ কলেজ ছাত্রের মৃত্যু
স্থানীয়রা জানান, জিপগাড়িটি বাঁশ আনতে যাওয়ার পথে রাইন্যাবাড়ি এলাকায় পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মনির হোসেন।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, মনিরের লাশ উদ্ধার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৩৫৬ দিন আগে
ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহ্ফুজ হোসেন মোল্লা নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মোল্লারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহফুজ ওই এলাকার লিয়াকত হোসেন মোল্লার ছেলে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
স্থানীয়রা জানান, মাহফুজ বুধবার সকালে মোল্লার হাট বাজার এলাকার আউয়াল মোল্লার একটি পুকুরে বৈদ্যুতিক মোটর লাগিয়ে পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
৩৭৯ দিন আগে