জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে প্রভোস্ট না থাকায় সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে বিলম্ব এবং অভ্যন্তরীণ নানা অব্যবস্থাপনায় ভোগান্তিতে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা।
জানা যায়, গত ১৪ মে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মামুন হোসেন কাজী নজরুল হলের প্রভোস্টের দায়িত্ব গ্রহন করেন। কিন্তু দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি হলে আসেন না বলে অভিযোগ করেন আবাসিক শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রভোস্ট নিয়োগের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ থাকলেও তা উপেক্ষা করা হয়েছে। নিয়মিত হলে থাকার শর্তে প্রভোস্ট নিয়োগ করা হয়। কিন্তু অধ্যাপক মামুন নিয়মিত ঢাকা থেকে যাতায়াত করার পরেও তিনি প্রভোস্ট হিসেবে দায়িত্ব পান।
হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, হলে প্রভোস্ট না থাকায় হলের অভ্যন্তরীণ সমস্যাগুলোও প্রকট আকার ধারণ করছে। হলের লিফট মাঝে মধ্যেই বন্ধ থাকা, লোকবল সংকট, নিয়মিত বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন না করা, রিডিং রুমে অব্যবস্থাপনা, রিডিং রুম, গেস্টরুমের টেবিল চেয়ার শিক্ষার্থীদের রুমে নিয়ে যাওয়াসহ আরও নানান সমস্যার কথা জানান তারা।
হলের আবাসিক শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের হলে প্রভোস্ট স্যার নেই। সার্টিফিকেট উত্তোলনসহ অন্যান্য যেকোনো কাজে স্যারকে পাওয়া যায় না। দিনের পর দিন অপেক্ষা করতে হয়। স্যার হলে আসেন না।’
আরও পড়ুন: বাসের ধাক্কায় জাবি শিক্ষার্থীর বাবা নিহত, ক্ষতিপূরণ দাবিতে ১০ বাস আটক
তিনি আরও বলেন, আমাদের হলে অনেক সমস্যা। মাঝে মধ্যেই লিফট বন্ধ হয়ে যায়, প্রয়োজনের সময়ে সিঁড়ি ব্যবহার করতে হয়। হলের ক্যান্টিনে খাবারের দাম তুলনামূলক বেশি, খাবারের মানও অতোটা ভালো নয়। হলের ওয়াশরুমগুলো সময়মতো পরিচ্ছন্ন করা হয় না। টেবিল ল্যাম্প দেওয়ার কথা থাকলেও এখনো পায়নি।’
আরেক আবাসিক শিক্ষার্থী নীরব মিয়া বলেন, ‘আমাদের হলে গ্যাস সংযোগ না থাকায় এখানে ক্যান্টিনে খাবারের দাম বেশি। খাবারের মানও তেমন ভালো নয়। তাই আমাদের খাওয়ার জন্য ভাসানী বা কামাল উদ্দিন হলে যেতে হয়, যা অনেকটাই কষ্টকর এবং সময়সাপেক্ষ ব্যাপার।’
তিনি আরও বলেন, ‘মনিটরিং না করায় অনেকেই লিফটে সিগারেট খায় এবং অবশিষ্টাংশ লিফটেই ফেলে রাখে, এটা আমাদের জন্য অনেক বিপদজনক। হলে প্রভোস্ট না থাকায় এই সমস্যাগুলো হচ্ছে বলে জানান তিনি।’
হল কর্তৃপক্ষের বরাতে জানা যায়, সম্প্রতি হলের একটি কক্ষে ছাত্রীর প্রবেশ এবং সেখানে কয়েকজন ছাত্রের অবস্থান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল, যার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের কথা থাকলেও প্রভোস্ট না থাকায় আজও সেই কমিটি গঠন হয়নি।
এছাড়াও কিছুদিন আগে হলে একজন ভুয়া শিক্ষার্থীকে আটক করার ঘটনা ঘটেছে, যিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের একাধিক নারী শিক্ষার্থীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন।
এই ঘটনাগুলো থেকে কাজী নজরুল ইসলাম হলের অব্যবস্থাপনার চিত্র স্পষ্ট হয়। হলের নিরাপত্তা ব্যবস্থা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং কর্তৃপক্ষের নজরদারির অভাব এই ধরনের ঘটনার পুনরাবৃত্তির সুযোগ তৈরি করে বলে আশঙ্কা করেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: জাবিতে চালু হয়েছে ইলেকট্রনিক কার্ট, ভোগান্তি কমেনি শিক্ষার্থীদের
এ বিষয়ে হলের দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ডেন সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল বলেন, ‘আমাদের হলে প্রভোস্ট স্যার না থাকায় এই সমস্যাগুলো হচ্ছে। আমরা কতৃপক্ষকে জানিয়েছি বিষয়টি। কিন্তু কতৃপক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘হলের রুমগুলোতে টেবিল ল্যাম্প বসানোসহ আরও কিছু পরিকল্পনা আছে আমাদের। হলে নতুন প্রভোস্ট নিয়োগ হলে সকল সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ ইউএনবিকে বলেন, ‘প্রভোস্ট নিয়োগের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা হয়, নিয়মিত হলে অবস্থান নিশ্চিত করতে হবে। কিন্তু এই নীতিটা অনুসরণ হচ্ছে না। কেউ যদি হলে অবস্থান নিশ্চিত করতে না পারে তাহলে তার প্রভোস্ট হওয়ার সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘আমাদের উপাচার্য স্যারকে সমন্বয় করতে হয়। সিন্ডিকেটে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। নতুন করে প্রভোস্ট নিয়োগের বিষয়টি উপাচার্য স্যার ভালো বলতে পারবেন। প্রভোস্ট নিয়োগের বিষয়টি উপাচার্য দেখেন বলে জানান তিনি।’
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান ইউএনবিকে জানান, ‘এই হলে সমস্যা চলতেছে বিষয়টি আমরা অবগত আছি। ভিসি স্যার যুক্তরাষ্ট্রে থাকায় আমি রুটিন দায়িত্ব পালন করছি। আমার এখানে কিছু করার সুযোগ নেই। সামনে ফিস্টসহ আরও কিছু প্রোগ্রাম আছে সেজন্য হলে প্রভোস্ট থাকা জরুরি।’
তিনি আরও বলেন, ‘নতুন প্রভোস্ট নিয়োগের বিষয়ে কথা চলছে। উপাচার্য স্যার দেশে আসলে নিয়োগটা নিশ্চিত হবে বলে জানান তিনি।’