ইউক্রেন যুদ্ধের অবসানে দ্রুতই আলোচনার টেবিলে বসতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হুঁশিয়ারি করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কিকে ‘অনির্বাচিত স্বৈরশাসক’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘শান্তি নিশ্চিত করতে হয় তাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে অথবা তার দেশকে হারানোর ঝুঁকি নিতে হবে।’
দুই নেতার এই দ্বন্দ্ব ইউরোপীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবর বলছে, ইউক্রেন যুদ্ধ শুরু করার জন্য ইউক্রেনকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট, যাতে হাজার হাজার ইউক্রেনীয়কে জীবন দিতে হয়েছে।
ট্রাম্প বলেন, ‘ভোটারদের মধ্যে তার (জেলেনস্কির) জনপ্রিয়তা তলানিতে চলে গেছে।’ আর বুধবার (১৯ ফেব্রুয়ারি) জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার ছড়ানোর ভুল তথ্যের জগতেই বাস করছেন ট্রাম্প।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের হাত ধরেই কী ইউক্রেন জয়ের পথে রাশিয়া?
যদিও যুদ্ধ নিয়ে রাশিয়ার নিজস্ব বয়ানের বাইরেও এসব এসব তথ্য ছড়িয়েছে বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট। জেলেনস্কিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘আপনি তিন বছর ধরে এই যুদ্ধের মধ্যে আছেন, আপনার এটা বন্ধ করা উচিত...আপনার এটা শুরু করা উচিত হয়নি, আপনার উচিত ছিল একটি চুক্তিতে পৌঁছানো।’
পশ্চিম ইউক্রেনে রুশভাষীদের রক্ষায় ও ইউক্রেন যাতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে না পারে, সে জন্য ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ সামরিক অভিযানের মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়েছে।
জেলেনস্কিকে নিয়ে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেছেন মার্কিন ডেমোক্র্যাটদলীয় আইনপ্রণেতারা। কয়েকজন রিপাবলিকানকেও তাতে যোগ দিতে দেখা গেছে। কংগ্রেসে দ্বিদলীয় সমর্থনেই এই যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দিয়েছিল যুক্তরাষ্ট্র।
ট্রাম্প ‘রাশিয়ার বিভ্রান্তিকর তথ্যের ফাঁদে’ পড়েছেন বলে অভিযোগ করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘এসব অপতথ্য দেখেছি, আমরা জানি এগুলো রাশিয়া থেকে এসেছে।’ এ সময়ে প্রকাশ্যে ট্রাম্পকে এভাবে সমালোচনার বিপদ সম্পর্কেও সতর্ক করে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলকে তিনি বলেন, ‘জেলেনস্কি ট্রাম্পের যে সমালোচনা করছেন, তা এই ঘটনায় সহায়ক হবে না। সংবাদমাধ্যমে বাজে ভাষা ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্টের মন গলানোর চেষ্টা করছেন জেলেনস্কি। সবাই জানেন যে প্রেসিডেন্ট বলেছেন, এই প্রশাসনকে মোকাবিলার জন্য এটা একটি জঘন্য উপায়।’
এদিকে যেসব শর্তে ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প, সেগুলো রাশিয়ার জন্য অনেক বেশি অনুকূলে বলে দাবি করেছে কিয়েভ। কিন্তু সামাজিকমাধ্যম ট্রুথে ট্রাম্প বলেন, ‘একটু ভেবে দেখুন তো, একজন মাঝারি সফল কৌতুকাভিনেতা, ভলোদিমির জেলেনস্কি, এমন একটি যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়াতে বলছেন, সাড়ে ৩০০ বিলিয়ন ডলার ব্যয় করতে বলছেন, যেটাতে জয়ী হওয়া যাবে না, কখনোই এই যুদ্ধ শুরু করা উচিত হয়নি, যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে ছাড়া এই যুদ্ধের অবসানও করতে পারবে না।’
এছাড়া এই যুদ্ধঘিরে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে সহায়তা দিয়েছে, জেলেনস্কি সেগুলোর অপব্যবহার করেছেন বলেও অভিযোগ করেন ট্রাম্প। এরইমধ্যে যুদ্ধ বন্ধে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা। এতে ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের ডাকা হয়নি।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় নেই ইউক্রেন
ট্রাম্প বলেন, ‘জেলেনস্কের উচিত ছিল আগেই একটি চুক্তিতে পৌঁছাতে কাজ করা। দ্রুত পদক্ষেপ নেওয়াই তার জন্য ভালো, নতুবা তিনি তার দেশকে হারাতে যাচ্ছেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে আমরা সফলভাবে আলোচনা করছি। সবাই এটা স্বীকার করবেন যে ট্রাম্প ও ট্রাম্প প্রশাসনই এটা পারে। ইউরোপ শান্তি আনতে ব্যর্থ হয়েছে, জেলেনস্কি সম্ভবত এই অপচেষ্টা অব্যাহত রাখতে চাচ্ছেন।’