ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের পশ্চিম তীরে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন।
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নূর-শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযান চলাকালে প্রাণ হারান ওই নারী।
রবিবার (৯ ফেব্রুয়ারি) হামাস পরিচালিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রালয়ের থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আলজাজিরা।
স্বাস্থ্য মন্ত্রালয়ের বিবৃতিতে বলা হয়, সুন্দুস জামাল শালাবি (২৩) নামের নিহত ওই নারীর গর্ভের সন্তানকে বাঁচানোর চেষ্টা করা হলেও সফল হতে পারেনি স্বাস্থ্য কর্মকর্তারা।
মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনারা আহতদের হাসপাতালে নিতে বাধা দেওয়ায় সন্তানটিকে বাঁচাতে ব্যর্থ হয়েছে মেডিকেল টিম। হামলায় ওই নারীর স্বামীও গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছেন।
এদিকে, ফিলিস্তিনে কর্মরত রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, হতাহতের খবর পাওয়া গেলেও ইসরায়েলি সেনারা তাদের মেডিকেল টিমকে (শরণার্থী) শিবিরে প্রবেশ করতে বাধা দেয়।
আরও পড়ুন: পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় ১০ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তানের ওয়াফা নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আজ (রবিবার) সকালে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের তুলকারেম অঞ্চলে ভারী অস্ত্রশস্ত্র ও বুলডোজার মোতায়ন করে এবং বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়।
ফিলিস্তিনে ‘সন্ত্রাসী কার্যক্রম’ বন্ধে পরিচালিত কার্যক্রমের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়।
অভিযান চলাকালে ভারী গুলিবর্ষণ ও ব্যাপক বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা আলজাজিরাকে জানায় স্থানীয় সূত্রগুলো।
গাজা ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যে পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী।
অভিযানে পশ্চিম তীরের জেনিন ও তুলকারেমে গত কয়েক সপ্তাহে ২৬ হাজারের বেশি ফিলিস্তিনি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। সেই সঙ্গে ওই এলাকাদুটিতে বাড়ছে প্রাণহানির সংখ্যা।