বিএনপি সরকারের সময় নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার সমুন্নত ছিল বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুসলিম বিশ্বের মহিয়সী নারী। তার শাসনামলে নারীর জীবনমান উন্নয়নে সবচেয়ে বেশি কাজ হয়েছিল। নারীদের জন্য তিনি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন।’
শনিবার (৮ মার্চ) ধামরাইয়ের আমতা ও চৌহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পৃথক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
চৌহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, ‘নারী সেনাবাহিনী ও নারী পুলিশের উন্নয়নে খালেদা জিয়ার শাসনামলে সবচেয়ে বেশি কাজ হয়েছে। জিয়াউর রহমান বিদেশে তৈরি পোশাক রপ্তানি চালু করেছিলেন। আর এটিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন খালেদা জিয়া। গার্মেন্ট সেক্টরে নারী শ্রমিকদের কর্মসংস্থানে তিনি উদ্যোগ নিয়েছিলেন।’
আরও পড়ুন: নারী নির্যাতনসহ নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হস্তে দমন করুন: সরকারকে বিএনপি
তিনি বলেন, ‘সমাজের অর্ধেক অংশ নারী এবং তাদের অবদান ছাড়া কোনো সমাজই পূর্ণতা পায় না। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নারীরা তাদের দক্ষতা, মেধা এবং শ্রম দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু এখন অনেক ক্ষেত্রে নারীরা বৈষম্য, নির্যাতন এবং অবহেলার শিকার হচ্ছেন। আমাদের এই অবস্থা পরিবর্তন করতে হবে।’
এর আগে আমতা ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি।
ধামরাই উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার আইয়ুবের সভাপতিত্ব ও জেলা বিএনপির সদস্য মাসুদ আহম্মেদর পরিচালনায় উপস্থিত ছিলেন স্থানীয় নেতা এস আহম্মদ, এনায়েত হোসেন, আব্দুস সালাম, কামরুল ইসলাম, ইবাদুল হক জাহিদ, মনিরুল ইসলাম মনির, আবুল হোসেন, রাকিব হোসেন, রনি আহম্মেদ, হাজী লোকমান দেওয়ান, আতিকুর রহমান, আসলাম হোসেন, সামিউল ইসলাম সজীব, কহিনুর ইসলাম, রাজা মিয়া প্রমুখ।