ডিবি পুলিশ বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে বিএনপির ঢাকা উত্তর শাখার সদস্য সচিব আমিনুল হকসহ চারজনকে তুলে নিয়ে গিয়েছে বলে দাবি করেছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ভোর পৌনে ৪টায় হোটেল আমারির পাশের একটি বাড়িতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুলসহ চারজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
রিজভী বলেন, ডিবি পুলিশ যুবদলের ঢাকা উত্তর শাখার সদস্য সচিব মিরাজ, আরেক যুবদল নেতা পল্লব ও আমিনুলের গাড়িচালককে ওই বাড়ি থেকে তুলে নিয়ে গেছে।
আরও পড়ুন: আব্বাস ও আলালের গ্রেপ্তারের নিন্দা রিজভীর
এই বিএনপি নেতা আরও বলেছেন, ‘শান্তিপূর্ণ’ অবরোধ চলাকালে যাত্রাবাড়ী থেকে শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় দে রিপন এবং ঢাকা নগর শাখার বিএনপি নেতা শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পুরো দেশকে কারাগারে পরিণত করেছেন’।
রিজভী বলেন, ‘বিএনপি নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তারের ফলে দেশে একটি চরম অস্থিরতা ও ভীতির পরিবেশ বিরাজ করছে।’
আমিনুলসহ অন্যদের আটকের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান এবং বিএনপির গ্রেপ্তার সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন রিজভী।