প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমরা চাই, স্বচ্ছ ও নিরপেক্ষ একটা নির্বাচন। এখানে লোকচুরির কোনো ব্যাপার নেই। এটাই আমরা কূটনীতিকদের বুঝিয়েছি। তারা খুশি এবং তারা আস্থাশীল যে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব।
রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে কূটনৈতিকদের নিয়ে আয়োজিত এক ব্রিফিং শেষে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, কূটনৈতিকদের সঙ্গে আলোচনা খুব সুন্দর হয়েছে। এখানে যত কূটনৈতিক রয়েছেন তারা এসেছেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও ছিলেন। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য কী কী প্রস্তুতি নিয়েছি এবং কী কী কাজ করেছি, তা তাদের বুঝিয়েছি। আমরা আমাদের কর্মকাণ্ড পুরোটা ব্রিফ করেছি।
তিনি বলেন, ‘তারা খুবই খুশি। আমরা চাই যে মোস্ট ট্রান্সপারেন্ট (সর্বোচ্চ স্বচ্ছ) একটা ইলেকশন (নির্বাচন), ক্রেডিবল (বিশ্বাসযোগ্য) একটা ইলেকশন; এখানে লুকোচুরির কোনো ব্যাপার নাই, এটা তাদের আমরা বুঝিয়েছি, সেটা তারা সাধুবাদ জানিয়েছে।’