রাজধানীর কামরাঙ্গীরচরের একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলার একটি ঘরের জানালা থেকে লাফিয়ে পড়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শনিবার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইমাম হোসেন (২৮)। তিনি ভোলা জেলার দক্ষিণ উপজেলার চরপসোন গ্রামের তাজউদ্দিনের ছেলে।
ইমাম কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন।
আরও পড়ুন: ঝালকাঠিতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিহতের বাবা তাজউদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে শনিবার রাত ২টার দিকে ইমাম ছয়তলার কক্ষের জানালা থেকে লাফিয়ে পড়েন। সে সময় তার স্ত্রীর চিৎকারে স্থানীয়রা নিচ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।