কুমিল্লার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলা থেকে শাহিদা বেগম নামে এক বৃদ্ধা ও রিফাত হোসেন নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে চৌদ্দগ্রাম উপজেলার ধনুসাড়া এলাকায় একটি সেফটি ট্যাংক থেকে শাহিদার (বৃদ্ধা) লাশ উদ্ধার করা হয়।
নিহত শাহিদা ধনুসাড়া গ্রামের মাওলানা আবদুল মমিনের স্ত্রী।
আরও পড়ুন: সিরাজগঞ্জে নদীতে নিখোঁজ অপর দুই বন্ধুরও লাশ উদ্ধার
অন্যদিকে জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের চন্ডিমূড়া থেকে ৯ বছরের শিশু রিফাতের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বরুড়া উপজেলার চন্ডীপুর এলাকার রফিক মিয়ার ছেলে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।