কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলায় পাথরবোঝাই ট্রাকের চাপায় নারীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর উপজেলার রানাখড়িয়া ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারী তানিয়া আক্তার। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রী নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ডাম্প ট্রাকের চাপায় সিএনজিটিদুমড়ে-মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই চালক ও এক নারী যাত্রীর মৃত্যু হয়।
আরও পড়ুন: জামালপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত, আহত ১
এ সময় সিএনজিতে থাকা আরও দুজন যাত্রী গুরুত্বর আহত হন। স্থনীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি হেফাজতে আছে।