পাবনার বেড়ায় পেঁয়াজবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের ছোট নওগাঁ এলাকায় কাজিরহাট–কাশিনাথপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জাতসাখিনী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মো. মুন হোসেন (২২) ও সন্ন্যাসী বাধা এলাকার সৌরভ (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই যুবক মোটরসাইকেলে করে কাজিরহাট ফেরিঘাট থেকে নগরবাড়ির দিকে যাচ্ছিলেন। পথে ছোট নওগাঁ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পেঁয়াজবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে চালক মুন ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গী সৌরভ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ তিনজন নিহত, দুইজন আহত
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ইউএনবিকে বলেন, ট্রাকচাপায় দুই যুবক নিহত হয়েছেন। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক বা ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি।