সিলেটে প্রতিবেশীদের হামলায় একরাম আলী (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২৭ এপ্রিল) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এর আগে শনিবার (২৬ এপ্রিল) উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে গাড়ি রাখার স্থান নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন একরাম আলী।
একরাম আলী ইউনিয়ন দফাদার ছালেহ আহমদের ছেলে বলে জানা গেছে।
আরও পড়ুন: উত্তরায় ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত
এদিকে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্দ এলাকাবাসী হামলাকারীদের বাড়ি ঘেরাও করে একজনকে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উজ্জামান বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান পচিালনা করা হচ্ছে।’